এইদিন স্পোর্টস নিউজ,১৪ ডিসেম্বর : সপ্তাহ দুয়েক আগে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার উদয়াচল ক্লাব আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলা দাবা সংস্থার সভাপতি গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে । যদিও তখন ব্যস্ততার কারণে থাকতে পারেননি তিনি । কিন্তু আজ রবিবার সস্ত্রীক ক্লাব প্রাঙ্গণে আসেন দিব্যেন্দু বড়ুয়া । আর গ্রামীণ এলাকায় আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান । কিছু সময় ক্লাব সদস্যদের সঙ্গে কাটানোর পাশাপাশি পাঁচজন খুদে দাবাড়ুর সঙ্গে সৌজন্যমূলক ম্যাচও খেলেন তিনি । দিব্যেন্দু বড়ুয়া বলেন,’আগের তুলনায় বর্তমান প্রজন্মের মধ্যে দাবার প্রতি আগ্রহ অনেক বেড়েছে । বিশেষ করে গ্রামীণ এলাকাতে দাবা চর্চার প্রসার খুবই ইতিবাচক লক্ষণ। প্রশিক্ষণ শিবির চালু হলে আমি সহযোগিতা করব।’ উদয়াচল ক্লাবের পক্ষ থেকে শীঘ্রই দাবা প্রশিক্ষণ শিবির চালুর পরিকল্পনার কথা জানানো হলে তিনি একথা বলেন ।
প্রসঙ্গত,ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাব সারাবছরই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে।মহিলা ফুটবল প্রশিক্ষণ শিবিরও নিয়মিত চালায় ক্লাবটি । চলতি বছরের নভেম্বর মাসের শেষের দিকে তিনদিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিল উদয়াচল ক্লাব । বিভিন্ন রাজ্য থেকে র্যাপিড বিভাগে ১৮৭ জন এবং ব্লিটজ বিভাগে ১৪২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। গত সপ্তাহে ক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল দিব্যেন্দু বড়ুয়াকে৷ যেকারণে আজ এসে তিনি আমন্ত্রণ রক্ষা করেন । উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্ময় গড়াই প্রমুখ ।।
