এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,১১ সেপ্টেম্বর : বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জিতলেন পোলিশ তারকা ইগা সোয়েটেক (Iga Swiatek) । চলতি বছর জুন মাসে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন খেতাব । ২০১৬ সালের পর প্রথম কোনো মহিলা খেলোয়াড় হিসেবে এক বছরে দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব দেখালেন সোয়েটেক ।
ফাইনালে পঞ্চম বাছাই তিউনিশিয়ার ওনস জাবেউরের মুখোমুখি হয়েছিলেন সোয়েটেক । নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে জাবেউরকে স্ট্রেট সেটে পরাজিত করে । এক ঘন্টা ৫২ মিনিটের লড়াইয়ে জাবেউরকে ৬-২, ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করে প্রথমবারের মত ইউএস ওপেন ও ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন ২১ বছর বয়সী পোলিশ তারকা ইগা সোয়েটেক । জয়ের পর সোয়েটেক বলেন,’মৌসুমের শুরুতে আমি বুঝতে পেরেছিলাম যে আমি হার্ড কোর্টে ভাল ফলাফল করতে পারি । কিন্তু এখনও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি স্ল্যাম জিততে পেরেছি । বিশেষ করে ইউএস ওপেনের মত এত দ্রুত মঞ্চে খেতাব জিতবো আশা করিনি ।’
অন্যদিকে গত কয়েক বছর ধরে মাঝে মধ্যেই চমকে দিচ্ছিলেন তিউনিশিয়ার ওনস জাবেউর । বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডনে এবার ফাইনালে উঠেও রানার্স আপ হাতে ফিরতে হয়েছিল তাঁকে। ব্যাক টু ব্যাক গ্র্যান্ডস্লামের ফাইনালে নাম উঠিয়েও শেষ হাসি হাসতে পারেননি তিনি । আর ফাইনালে জিততে পারলে প্রথম আফ্রিকান মহিলা হিসাবে ইতিহাস সৃষ্টি করতে পারতেন জাবেউর ।।