সেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),২৬ ফেব্রুয়ারী : প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ের একটি ব্যাঙ্কের শাখা । পূর্ব বর্ধমানের ভাতাড়ের বলগোনা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক শাখার উদ্যোগে ব্যাঙ্কের ১৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আজ সোমবার । ব্যাঙ্কের শাখার গ্রাহকসহ এলাকার বেশ কিছু মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় ।
জানা গেছে ,বলগোনা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক শাখার গ্রাহক সংখ্যা প্রায় ২৫ হাজার । এলাকার মানুষদের স্বল্প সুদে ঋণসহ বিভিন্ন পরিষেবা দিয়া আসছে ব্যাঙ্কের ওই শাখাটি । আজ ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গ্রাহকদের মিষ্টিমুখ করা থেকে শুরু করে বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ঔষধপত্র দেওয়া হয় । বলগোনার ওই ব্যাঙ্কের এই অভিনব উদ্যোগকে প্রশংসা করেছেন গ্রাহকরা। গ্রাহকদের দাবি, বিগত দিনের তুলনায় বর্তমানে বলগোনা গ্রামীণ ব্যাঙ্ক শাখায় উন্নততর পরিষেবা ব্যবস্থা রয়েছে। গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের কাছ থেকে উন্নত পরিষেবা পেয়ে সন্তুষ্ট বলে গ্রাহকরা জানিয়েছেন ।।