এইদিন ওয়েবডেস্ক,তামিলনাড়ু,১২ ফেব্রুয়ারী : বারবার অনুরোধের পরেও অধিবেশনের শুরুতে ও শেষে জাতীয় সঙ্গীত না বাজানোয় বিধানসভায় ভাষণ না দিয়েই ওয়াকআউট করলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি(RN Ravi) । আর এন রবি বলেছেন, ‘জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সম্মান দেখানোর জন্য এবং বিধানসভার শুরুতে এবং শেষে এটি বাজানোর জন্য আমার বারবার অনুরোধ ও পরামর্শ উপেক্ষা করা হয়েছে। এই বিধানসভার অসংখ্য অনুচ্ছেদ রয়েছে যার সাথে আমি বাস্তব ও নৈতিক ভিত্তিতে দৃঢ়ভাবে একমত নই । তাতে সমর্থন দেওয়া একটি সাংবিধানিক প্রতারণার কারণ হবে। তাই, হাউসের প্রতি শ্রদ্ধা রেখে, আমি আমার বক্তব্য শেষ করছি। আমি চাই জনগণের কল্যাণে হাউস চলুক এবং ভালো বিতর্ক হোক।’ এই বলে গভর্নর কথা বলা বন্ধ করে দেন । ইতিহাসে এই প্রথম কোনো রাজ্যের রাজ্যপাল ভাষণ না পড়েই বিধানসভা থেকে ওয়াকআউট করেন ।
এরপর তামিলনাড়ু বিধানসভার স্পিকার এ আপ্পাভু ভাষণটির তামিল অনুবাদ পড়ে শোনান । আজ স্পিকারের পাশে বসেছিলেন রাজ্যপাল। স্পিকার এই বলে ভাষণ শেষ করেন যে এটি অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হয়েছে। তিনি বলেন, জাতীয় সঙ্গীত নিয়ে বিরোধ মিটে গেছে। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে সংসদের কার্যপ্রণালী রাষ্ট্রীয় সঙ্গীত দিয়ে শুরু করতে হবে এবং শেষে জাতীয় সঙ্গীত পাঠ করতে হবে ।’
এছাড়াও, স্পিকার বলেছিলেন যে আদর্শগত পার্থক্য সত্ত্বেও, তামিলনাড়ুর এমকে স্টালিন সরকার সর্বদা রাজ্যপালকে সম্মান করে। আমাদের আচরণে কোনো পরিবর্তন হবে না । তিনি বলেন, এবার রাজ্যপালের আন্তরিকতা দেখানোর পালা । কেন্দ্র সরকারের কাছে দাবি তামিলনাড়ুকে দিতে। তিনি বলেন, পিএম কেয়ার ফান্ডে কোটি কোটি টাকা পড়ে আছে । রাজ্যপাল দাবি করলে সরকার স্বস্তি পেত এবং কিছু সাহায্য আসত, যাতে আমরা বন্যার কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে পারতাম।’তবে তিনি রাজ্যপালকে ‘গডসের অনুগামী’ বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ ।।