এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ এপ্রিল : মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও ধুলিয়ানে সাম্প্রদায়িক হিংসার জন্য পুলিশ প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতাকে দায়ি করে কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই হিংসাকে তিনি ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘প্রশাসনের ব্যর্থতা’ বলে উল্লেখ করেছেন বলে জানা গেছে । তিনি সুপারিশ করেছেন যে প্রশাসন যদি আইনশৃঙ্খলা বজায় রাখতে এভাবে ব্যর্থ হয়, তাহলে কেন্দ্র সরকার সংবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে পারে । অর্থাৎ তিনি ৩৫৬ ধারার জারির দিকেই যে ইঙ্গিত করেছেন এটা স্পষ্ট । রাজ্যপাল এও জানিয়েছেন,মালদহ, মুর্শিদাবাদের স্পর্শকাতর এলাকায় বিএসএফ ক্যাম্প থাকা উচিত৷
এদিকে রাজ্যপালের এই রিপোর্টের পর তেলেবেগুনে জ্বলে উঠেছেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারা রাজ্যপালের নিরপেক্ষতা ও শারিরীক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে মুর্শিদাবাদে কোনও সমস্যা নেই বলে দাবি করেছেন ।।