এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ আগস্ট : ভারত সরকার ২০ জন আফগান শিখ নাগরিককে নাগরিকত্ব দিয়েছে । সংশোধিত ভারতীয় নাগরিকত্ব আইনের অধীনে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি । সংবাদ মাধ্যম হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে,কিছু আবেদনকারী ১৯৯৭ সালে ভারতে প্রত্যাবর্তন করেছিলেন এবং দীর্ঘমেয়াদী ভিসায় বসবাস করছিলেন।
ভারত ১০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করেছে । যার আওতায় ধর্মীয় কারনে অত্যাচারিত হয়ে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু,শিখ,বুদ্ধ, জৈন,খ্রিস্টানদের নাগরিকত্ব প্রদানের সুবিধা দেয়।আফগানিস্তানের বেশিরভাগ শিখ নাগরিক তালেবানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর এবং নিরাপত্তাহীনতার আশঙ্কায় দেশ ছেড়ে ভারতে চলে আসে ।।