এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,১১ জুলাই : পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে । শ্রীলঙ্কায় অভূতপূর্ব অর্থনৈতিক সঙ্কটের পর বিগত ৩ মাস ধরে জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে । শনিবার রাজধানী কলম্বোতে লক্ষ লক্ষ মানুষ পথে নেমে বিক্ষোভ দেখায় । এমনকি বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করে দখল নিয়ে নেয় । সোমবার পর্যন্ত রাষ্ট্রপতি ভবন সাধারণ মানুষের দখলেই রয়েছে বলে জানা গেছে ।
এদিকে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে তার আগেই প্রাণ ভয়ে আত্মগোপনে চলে যান । সোমবার পর্যন্ত তাঁর কোনো হদিশ পাওয়া যায়নি । পাশাপাশি গনরোষের ভয়ে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেসহ ৫ জন মন্ত্রীও পদত্যাগ করেছেন । ফলে এখন বিপাকে পড়েছে শ্রীলঙ্কার প্রশাসন । এমতাবস্থায় শোনা যাচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তিনি আগের ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করবেন । এদিন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে । প্রসঙ্গত,রাজাপাক্ষে ১৩ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন ।।