এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,২৮ আগস্ট : দক্ষিণ ২৪ পরগণা জেলার মহেশতলা থানা এলাকায় নিজের বাড়িতেই ধর্ষণের শিকার হওয়া মূক-বধির ২২ বছর বয়সী আত্মীয়াকে ধর্ষণে অভিযুক্ত গোরা শেখ ওরফে রাজাকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত । সঙ্গে ১০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে । দীর্ঘ ৮ বছর ধরে ডায়মন্ড হারবার সপ্তম অতিরিক্ত জেলা আদালতে এই বিচার প্রক্রিয়া চলে ।
রাজ্য পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেছে, ২০১৭ সালের ৫ মে মহেশতলা থানা এলাকায় নিজের বাড়িতেই দুপুর বারোটা নাগাদ মূক-বধির ২২ বছর বয়সী এক ঘনিষ্ঠ আত্মীয়াকে ধর্ষণ করার সময় হাতেনাতে ধরা পড়ে গোরা শেখ ওরফে রাজা। সেই আত্মীয়ার চিৎকার শুনে বাড়ির অন্যান্যরা ছুটে গেলে তাঁদের গায়ের জোরে ঠেলে সরিয়ে পালিয়ে যায় রাজা । পরে ৬ মে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেন তার স্ত্রী।
বলা হয়েছে,মামলায় দুই পর্যায়ে তদন্ত করেন সাব-ইনস্পেকটর অমৃতা পাখিরা দাস এবং স্বর্গত সাব-ইনস্পেকটর সুভাষচন্দ্র রায়। দীর্ঘ বিচারপর্বের পর মামলায় রায় বেরিয়েছে সম্প্রতি, রাজার ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সপ্তম অতিরিক্ত জেলা আদালত, সঙ্গে ১০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাবাস।।