এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৬ জানুয়ারী : বুধবার ৭৩তম প্রজাতন্ত্র দিবসে পদ্মভূষণ পুরস্কারপ্রাপকদের তালিকায় রয়েছে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের নাম । সুন্দর পিচাই ছাড়াও মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাকেও দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মান দেওয়া হচ্ছে । প্রসঙ্গত,তামিলনাড়ুর চেন্নাইতে জন্মগ্রহণ করেন সুন্দর পিচাই । বর্তমানে তিনি আমেরিকান নাগরিক । মধ্যবিত্ত পরিবারের সন্তান সুন্দর ছোট থেকেই মেধাবী ছিলেন । তিনি আইআইটি খড়গপুর থেকে বিটেক করেছেন । পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএস করার পর ওয়ার্টন স্কুল থেকে এমবিএ করেন । ২০০৪ সাল থেকে বিশ্বের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি গুগলের সাথে তাঁর যাত্রা শুরু হয় । ২০১৫ সালে তাঁকে গুগলের সিইও করা হয় ।
গুগল ক্রোম এবং গুগল টুলবার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুন্দর পিচাই । বর্তমানে গুগল ক্রোম বিশ্বের সবচেয়ে বিখ্যাত ইন্টারনেট ব্রাউজার হয়ে উঠেছে । এছাড়া গুগলের জন্য অনেক জনপ্রিয় পণ্য যেমন ডেস্কটপ অনুসন্ধান, গুগল প্যাক, গ্যাজেটস, ফায়ারফক্স এক্সটেনশন ইত্যাদিও চালু হয়েছে সুন্দর পিচাইয়ের হাত ধরে । এই সাফল্যের কারনে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি । গুগলের সিইও সুন্দর পিচাইয়ের আজ বিশ্বজোড়া খ্যাতি । প্রযুক্তি জগতের এই উজ্জ্বল নক্ষত্রের আজ আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই ।
কিন্তু একটা সময়ে সুন্দর পিচাইকেও তীব্র অর্থকষ্টে কাটাতে হয়েছে । একবার তিনি নিজেই বলেছিলেন যে,তাঁকে আমেরিকায় পাঠানোর জন্য তাঁর বাবাকে বছরের পুরো বেতন ব্যয় করতে হয়েছিল । আজ বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠা করে বাবা-মায়ের অতীতের কঠিন সংগ্রামের দিনগুলোকে যোগ্য মর্যাদা দিয়েছেন সুন্দর । তাঁর কঠোর পরিশ্রম,নিষ্ঠা আজ সকলের কাছে অনুপ্রেরণা স্বরূপ ।।