জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,আসানসোল(পশ্চিম বর্ধমান),২৯ মার্চ : মানবতা ও শান্তির বার্তা দিতে আসা যিশুখ্রীষ্টকে আজকের দিনে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। তারপর থেকে সমগ্র বিশ্বের খ্রিষ্টান সমাজ আজকের দিনটি ‘গুড ফ্রাইডে’ বা ‘শুভ শুক্রবার’ রূপে পালন করে চলে। ব্যতিক্রম ঘটলনা পশ্চিম বর্ধমানের শিল্পের শহর আসানসোলে। দিনটি স্মরণ করে আজ শুক্রবার সকাল বেলায় স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ আসানসোল বাসস্ট্যান্ড সংলগ্ন গীর্জা থেকে একটি শোভাযাত্রা বের করে। জিটিরোড ঘুরে সেটি পুনরায় গীর্জায় ফিরে আসে ।
গীর্জার ফাদার ডলফি মাতাইয়াজ বলেন- আজ সমগ্র বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যথাযোগ্য মর্যাদা সহকারে আজকের দিনটি পালন করছে। আমরাও যিশুর স্মরণে আজ সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করছি। অন্যদিকে ‘গুড ফ্রাইডে’ উপলক্ষ্যে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আসানসোল রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জী সহ অনেকে।
অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের ৩৪ বছরের বাম সরকারের অপশাসনের পর মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক উন্নয়নমূলক কাজ করেছেন সেটা দেশের অন্য কোন সরকার করতে পারেনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মন্ত্রী বলেন, আমাদের প্রার্থী ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় কর্মী সভা করেছেন। হোলির জন্য তিনি বাড়ি গেছেন। ফিরেই আগামীকাল থেকে তিনি আরও সভা করবেন।।