মনীষা মুখার্জী : ঠাকুমার ঝুলির সময় থেকেই মানুষের গল্প শোনার প্রতি অদম্য আগ্রহ। গল্প শোনার সেই আগ্রহকে ঝুলি করেই প্রচুর চ্যানেল ইউটিউবে নিত্যনতুন গল্পের ভান্ডার সাজিয়ে বসে। সেরকমই একটি ইউটিউব চ্যানেল হলো গল্পমালঞ্চ। শ্রোতা বন্ধুদের জন্য সব সময় নতুন নতুন চমক নিয়ে হাজির হয় এই চ্যানেল। ‘গল্পমালঞ্চ’ ইউটিউব চ্যানেল আগামী ১৪ ই ফেব্রুয়ারি নিয়ে আসছে এরকমই একটি নতুন চমক। তবে এবার চমক শুধু গল্পে নয়, চমক আসবে নতুন ভাবনার মধ্যে দিয়ে। হ্যাঁ , এতদিন ধরে এই চ্যানেলটি ভূতের গল্প ,থ্রিলার গল্প দেখিয়ে এসেছে শ্রোতা বন্ধুদের। কিন্তু এই প্রথম নিজেদের ঘরানা থেকে বেরিয়ে একটা নতুন গল্প নিয়ে আসছে তারা। গল্পটি আদ্যোপান্ত রোমান্টিক।
কিন্তু হঠাৎ করে এই রোমান্টিক ঘরানার গল্প কেন? এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ‘গল্পমালঞ্চ’ চ্যানেলের কর্ণধার প্রদ্যুৎ নাথ বলেন,সামনেই আসছে ভালোবাসার সপ্তাহ তাই ভালোবাসা নিয়ে একটা অন্যরকম পরিবেশনা আমাদের করার কথা মাথায় ছিলো, সেই জায়গা থেকেই এই চেষ্টা। সকলে মিলে চেষ্টা করেছি। এই ১৪ ফেব্রুয়ারি সঙ্গীতা চৌধুরীর কলমে আসছে ভালবাসার এক নতুন গল্প। গল্পের চরিত্র নাম সবই কাল্পনিক শুধু অনুভূতিগুলো চিরন্তন।এরপর প্রদ্যুৎ নাথকে জিজ্ঞেস করা হয় গল্পের কাহিনীর মধ্যে অভিনবত্বের পাশাপাশি প্রেজেন্টেশনের মধ্যে কী কী অভিনবত্ব রেখেছেন?
এর উত্তরে প্রদ্যুৎ বলেন,দেখুন কী কী অভিনবত্ব রয়েছে সেটা জানতে গেলে গল্পটা শুনতে হবে পুরোটা। তবে একটা কথা বলতে পারি লেখিকার একটি কবিতা কে আমরা গান হিসেবে পরিবেশন করেছি, এছাড়া অডিও এই গল্পের একটি চমকপ্রদ কভার সং আছে যা আমার নিজের লেখা। সব মিলিয়ে এই ভালোবাসার স্টোরিটি শ্রোতা বন্ধুদের ভালোবাসার দিনে এক বড় উপহার হবে বলেই মনে করি বাকিটা শ্রোতা বন্ধুদের হাতে।।

