দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১০ মার্চ : বৃদ্ধ স্বামী মদের নেশায় আসক্ত । তাই চিকিৎসকের পরামর্শ মত রোজ তাঁকে ওষুধ খাওয়াতেন স্ত্রী । এদিকে ওষুধ খাওয়া নিয়ে রোজ রোজ স্ত্রীর এই কড়াকড়ি পছন্দ ছিল না স্বামীর । একটু একটু করে স্ত্রীর উপর তাঁর রাগ জমছিল । সেই রোষের বহিঃপ্রকাশ ঘটল বৃহস্পতিবার দুপুরে । ওষুধ খাওয়া নিয়ে বচসার মাঝে স্ত্রীকে শব্জি কাটার বঁটি দিয়ে এলোপাথাড়ি কোপালেন স্বামী । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের কল্যানপুর গ্রামে । জয়া মাজি নামে বছর পঞ্চান্নের ওই প্রোঢ়ার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখান থেকে মহিলাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,কল্যানপুর গ্রামের বাসিন্দা স্বপন মাজি ও তাঁর স্ত্রী জয়াদেবী জনমজুরির কাজ করেন । বাড়িতে রয়েছে তাঁদের এক ছেলে ও পুত্রবধু । স্বপনবাবু মদের নেশায় আসক্ত । এনিয়ে রোগ স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হত । তাই স্বামীর মদের নেশা ছাড়াতে জনৈক এক চিকিৎসকের দ্বারস্থ হন জয়াদেবী । চিকিৎসক স্বপনবাবু খাওয়ার জন্য ওষুধ দিয়েছিলেন । জয়াদেবী রোজ নিয়ম করে তাঁর স্বামীকে ওষুধ খাওয়াতেন ।
জয়াদেবীর পুত্রবধু বলেন, ‘এদিন দুপুরে আমি নিজের ঘরে ছিলাম। তখন শুনতে পাই ওষুধ খাওয়া নিয়ে শ্বশুর শাশুড়ির মধ্যে খুব তর্কাতর্কি হচ্ছে । তারই মাঝে আমার শাশুড়ি ‘বাঁচাও বাচাও’ বলে চিৎকার করতে থাকেন । আমি ছুটে বেড়িয়ে আসি । দেখি শাশুড়িদের ঘর বন্ধ । এই দেখে আমি লোকজন ডাকি । তখন প্রতিবেশীরা ছুটে এসে দরজার খিল ভেঙে শাশুড়িকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ।’
জানা গেছে,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে । এরপর পুলিশ স্ত্রীর উপর হামলাকারী স্বামী স্বপন মাজি (৬৪)কে আটক করে থানায় নিয়ে যায় । তবে বিকেল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।।