এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ জুন : মাটির নিচে চাপা পড়ে ছিল একটি পুরনো ইঁটের বাড়ির দেওয়াল । ওই দেওয়ালের ইঁট সংগ্রহ করার জন্য পাশে গভীর গর্ত করা হয়েছিল । সেই গর্তে নেমে খাল কেটে ইঁট তুলছিলেন এক শ্রমিক । সেই সময় দু’পাশে ধস নামায় ওই শ্রমিক মাটি চাপা পড়ে যান । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার মিলকি আটগামা গ্রামে । ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । যদিও শেষ পর্যন্ত স্থানীয়দের তৎপরতায় প্রাণ বাঁচে ওই শ্রমিকের । বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় সুত্রে জানা গেছে,মিলকি আটগামা গ্রামের একটি পুরনো পাকা বাড়ির দেওয়ালের একাংশ দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা পড়ে রয়েছে । ওই দেওয়ালের ইঁট সংগ্রহ করার উদ্দেশ্যে দেওয়ালের পাশে কয়েকদিন ধরে গভীর গর্ত করা হচ্ছিল । এদিন সকালে ওই গর্তে নেমে মাটি কেটে নিচে থেকে ইঁট সংগ্রহ করছিলেন জনৈক এক শ্রমিক । সেই সময় তাঁর দু’পাশ থেকে ধস নামলে ওই শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যান । কেবল তাঁর মাথাটি বেড়িয়ে থাকে।
স্থানীয়রা জানিয়েছেন, শ্রমিকটি ওই অবস্থায় প্রাণপনে “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন । কিন্তু তাঁরা মাটি সরিয়ে ওই শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়নি । এদিকে মাটির তলায় দীর্ঘক্ষন চাপা পড়ে থাকায় শ্রমিকের ক্রমশ দমবন্ধ হয়ে আসতে থাকে । তখন তড়িঘড়ি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে তাঁকে অক্সিজেন দেওয়া হয় । পরে একটি জেসিবি মেশিন এনে মাটি সরিয়ে শ্রমিককে উদ্ধার করা হয় । সঙ্গে সঙ্গে তাঁকে গাড়ি করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শ্রমিকের পরিচয় জানা যায়নি ।।