এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ মার্চ : স্কুলে যাওয়ার নাম করে বেড়িয়ে নিখোঁজ হয়ে গেল এক কিশোরী । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার দেবপুর গ্রামের বাসিন্দা ওই কিশোরী সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করে । সোমবার সকালে সে স্কুলে যাওয়ার নাম করে বেড়িয়ে বেপাত্তা হয়ে যায় । তারপর থেকে তার কোনও সন্ধান না পেয়ে মঙ্গলবার ভাতার থানায় নিখোঁজ ডাইরি করে কিশোরীর পরিবার । পুলিশ মেয়েটির সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে, দেবপুর গ্রামের নুরপুরডাঙ্গা বাউরি পাড়ায় বাড়ি বছর পনেরোর ওই কিশোরীর । তারা তিন ভাইবোন । সে মেজো । মেয়েটির বাবা-মা জনমজুরির কাজ করেন । পরিবার সুত্রে জানা গেছে, সোমবার সকাল দশটা নাগাদ বাড়িতে খাওয়া দাওয়ার পর স্কুলে যায় ওই কিশোরী । বিকেল চারটে নাগাদ স্কুলের ছুটি হয়ে যাওয়ার পর সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয় । কিন্তু মেয়েটির কোনও সন্ধান পাওয়া যায়নি । শেষে এদিন পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ কিশোরীর পরিবারের লোকজন ।
নিখোঁজ কিশোরীর মায়ের সন্দেহ, গ্রামেরই এক নাবালক তাঁর মেয়েকে নিয়ে কোথাও পালিয়ে গেছে । যদিও তিনি এনিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করেননি বলে জানা গেছে ।।