এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৭ সেপ্টেম্বর : শারদোৎসবের আবহে দেবী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বাংলাদেশে ৷ শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশের মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের বিশ্বাসপাড়ায় শতবর্ষ প্রাচীন কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে । দুটি মূর্তির হাত ও মাথা ভেঙে দিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা । আজ শনিবার সকালে প্রতিমা ভাঙচুরের ঘটনা স্থানীয় হিন্দুদের নজরে পড়লে খবর পেয়ে মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস ঘটনাস্থলে যান। পরে পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন এবং র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে । স্থানীয়দের অভিযোগ, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হতে পারে । পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, ‘প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’
মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস বলেন,’এই কালী মন্দিরটি প্রায় ১০০ বছরের পুরনো। এখানেই প্রতি বছর নিয়মিত কালীপূজা হয়। শনিবার সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে প্রতিমার হাত ও মাথা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে আমাকে খবর দেন। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি।’ তিনি আরও বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান মিলে বহু বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কোনো বিরোধ নেই। দুর্গাপূজা শুরুর আগের দিন এভাবে প্রতিমা ভাঙা স্পষ্টভাবে একটি অশুভ ইঙ্গিত।’
স্থানীয় শিবালয় থানার ওসি মহমদ কামাল হোসেন বলেন,’ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ইতিমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আমরা দ্রুত অপরাধীদের শনাক্ত করতে কাজ করছি।’
মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা জানান,’ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পূজা উদযাপন পরিষদও ঘটনাটির নিন্দা জানিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসনের সহায়তা কামনা করেছে।।