গৌরনাথ চক্রবর্তী,কাটোয়া,৩১ ডিসেম্বর : কাটোয়া-২ ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ও কাটোয়া-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ছাগল বিলি করা হল বৃহস্পতিবার । এদিন গোষ্ঠী পিছু ২১ টি করে মোট ১৪৭ টি ছাগল দেওয়া হয় । ওই ২১টি ছাগলের মধ্যে ২০ টি স্ত্রী ছাগল ও ১ টি পুরুষ ছাগল দেওয়া হয়েছে বলে জানা গেছে । ছাগল বিলির পাশাপাশি বিজ্ঞান সম্মত ভাবে ছাগল প্রতিপালনের লক্ষ্যে উপভোক্তাদের প্রশিক্ষণও দেওয়া হয় । সেই সঙ্গে ছাগল গুলির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রত্যেক উপভোক্তাদের বিভিন্ন প্রকারের ওষুধের পাশাপাশি সরকারি এপিক ব্র্যান্ডের ছাগলের দানা খাবার ও হঠাৎ মৃত্যুতে উপভোক্তাদের আর্থিক ক্ষতি এড়াতে ছাগল গুলির বীমার ব্যবস্থাও করা হয় ।
এদিন ছাগল বিলি উপলক্ষে কাটোয়া-২ সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কাটোয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, সহ সভাপতি জাগু প্রধান, প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না, কাটোয়া-২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা, পঞ্চায়েত সমিতির সদস্য হান্নাত আলি শেখ, তাপসী পাল, প্রাণী চিকিৎসক ডাঃ গৌতম বটব্যাল, ডাঃ সুবীর দে সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্য বৃন্দ।
কাটোয়া-২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার জানিয়েছেন, গ্রামের গরিব মানুষদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দফতর বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে । তার মধ্যে অন্যতম গবাদি পশু প্রতিপালন । তিনি উপভোক্তাদের কাছে আহ্বান জানান যাতে অত্যন্ত যত্ন সহকারে বিজ্ঞান সম্মত ভাবে এই ছাগলগুলিকে পরিচর্যা ও রক্ষণাবক্ষেণ করা হয় । প্রাণী চিকিৎসক ডাঃ গৌতম বটব্যালও
বিজ্ঞানসম্মতভাবে ছাগলগুলি প্রতিপালনের উপর জোর দেন ।।