এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,১২ সেপ্টেম্বর : জ্ঞানবাপি বিতর্কিত কাঠামো নিয়ে হিন্দুদের পক্ষেই রায় দিল বারাণসীর জেলা আদালত । সোমবার জেলা জজ অজয় কৃষ্ণ বিশ্বাস শৃঙ্গার গৌরীর পূজা নিয়ে ৫ হিন্দু মহিলার আবেদন স্বীকার করেছেন । এই বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ২২ সেপ্টেম্বর ।এদিন শুনানির সময় বাদী ও বিবাদি উভয় পক্ষ আদালত কক্ষে উপস্থিত ছিলেন । ‘আঞ্জুমানে ইনাজানিয়া মসজিদ কমিটি’ ৫ হিন্দু মহিলার আবেদনেr বিরোধিতা করে । অন্যদিকে হিন্দুদের পক্ষের আইনজীবী মদন মোহন যাদব আদালতে যুক্তি দিয়েছিলেন যে মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছিল । তিনি ছাড়াও হিন্দু পক্ষের অপর আইনজীবী হরিশঙ্কর জৈন ও তার ছেলে বিষ্ণু জৈন স্কন্দপুরাণ ও বিভিন্ন ঐতিহাসিক নথি থেকে যুক্তি উপস্থাপন করেন । হিন্দু পক্ষ আগেই জানিয়েছিল যে সিদ্ধান্ত তাঁদের পক্ষে এলে ASI-এর সমীক্ষার দাবি জানানো হবে । সেই সঙ্গে শিবলিঙ্গের কার্বন ডেটিংও দাবি করা হবে।
জ্ঞানবাপি মামলার শুনানিকে ঘিরে এদিন বারাণসীর প্রতিটি এলাকায় ছিল কঠোর নিরাপত্তা । বারাণসীতে একদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে । আদালত চত্বরে ৩০০ পুলিশ মোতায়েন করা হয় । রায়ের পর উকিল বিষ্ণু জৈন ও আবেদনকারী হিন্দু মহিলারা খুশি । আদালতের বাইরে সকলে আনন্দে মেতে ওঠেন ।।