এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৬ মার্চ : কর্ণাটকের বেঙ্গালুরুর দারুল উলূম সায়দিয়া এতিমখানা নামে একটি বেআইনি অনাথ আশ্রমে অনাথ মেয়েদের বন্দি করে রেখে বিয়ে দেওয়ার নাম করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পাচার করে দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ন্যাশানাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের(NCPCR) চেয়ারপার্সন প্রিয়াঙ্কা কানুনগো । শুধু তাইই নয়, কর্ণাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তিনি নারী পাচারকারীদের বাঁচানোর অভিযোগ তুলেছেন ।
শুক্রবার প্রিয়াঙ্কা কানুনগো একটি টুইটে লিখেছেন, ‘আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি অবৈধ অনাথ আশ্রম পরিদর্শনের সময় চমকপ্রদ তথ্য সামনে এসেছে। এখানে ২০ জন মেয়ে ছিল, যাদের মধ্যে অনাথও ছিল। মেয়েদের স্কুলে পাঠানো হয় না, পুরো অনাথ আশ্রমের ভবনে কোনো জানালা বা স্কাইলাইট নেই, মেয়েদের সম্পূর্ণভাবে বন্দী করে রাখা হয়েছে।’
তিনি লিখেছেন,’এখানে আসার আগে কিছু মেয়ে স্কুলে যেত, কিন্তু তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। মেয়েরা কথোপকথনে জানায়, সালমা নামের ওই নারী, যিনি শিশুদের দেখাশোনা করেন, তিনি কুয়েতে মেয়েদের সম্পর্কের ব্যবস্থা করেন। প্রাথমিক আলোচনা থেকে দেখা যাচ্ছে, উপসাগরীয় দেশগুলোতে বিয়ের নামে মেয়েদের পাচারের কাজ এখানে করা হয়। (এই ধরনের ঘটনা ইতিমধ্যে দক্ষিণ ভারতে রিপোর্ট করা হয়েছে।)
এনসিপিসিআরের চেয়ারপার্সন লিখেছেন,’ তদন্তের সময়, যখন মেয়েদের সিডব্লিউসি-র সামনে হাজির করার কথা আসে, সালমা এবং তার বস শামির গুন্ডাদের ডেকেছিল যারা মারামারি করার চেষ্টা করেছিল। পুলিশের হস্তক্ষেপে গুন্ডাদের নিয়ন্ত্রণ করা হলে একজন গুন্ডা কাউকে ফোন করে ভিড় জড়ো করার জন্য মসজিদ থেকে ঘোষণা করতে বলে ।
পুলিশের পরামর্শে নারী কর্মকর্তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা থানায় এসেছি।
আমরা ব্যাঙ্গালোর উত্তর-পূর্বের সাম্পিগাহাল্লি থানায় বসে আছি, গুন্ডা আমাদের জন্য থানার বাইরে অপেক্ষা করছে, পুলিশ এফআইআর লিখতে অস্বীকার করেছে। তোষামোদের কারণে অপরাধীদের সামনে মাথা নত করছে কর্ণাটক সরকার ।’
এদিকে জানা গেছে যে কর্ণাটক সরকার বৃহস্পতিবার (২৩ নভেম্বর ২০২৩) প্রিয়াঙ্ক কানুনগোর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে । বেঙ্গালুরুতে একটি এতিমখানা পরিদর্শনের সময়, প্রিয়াঙ্ক কানুনগো সেখানকার শিশুদের অবস্থা দেখেন এবং তালিবানি নির্যাতনের সাথে তুলনা করেন । এতে ক্ষুব্ধ হয়ে কর্ণাটক সরকার এই পদক্ষেপ নিয়েছে । কর্ণাটক পুলিশ সি অরফানেজের এক সদস্যের অভিযোগের ভিত্তিতে প্রিয়াঙ্ক কানুনগোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানা গেছে । এনসিপিসিআর এই এফআইআরের পরে বিবৃতিতে বলেছিল যে ১৯ নভেম্বর আইন প্রয়োগকারী কর্মকর্তারা জেলা শিশু সুরক্ষা অফিসার এবং অন্যান্য আধিকারিকদের সাথে দারুল উলূম সায়দিয়া এতিমখানা নামে একটি অবৈধ অনাথ আশ্রমে এতিমখানায় অভিযান চালিয়েছিল। এতে অনেক অনিয়ম পাওয়া গেছে ।।