এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ জুন : লোকসভা ভোটের সাথেই বরাহনগর ও ভগবানগোলায় উপনির্বাচন হয় । জেতেন বরাহনগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার । কিন্তু ফলাফল ঘোষণার তিন সপ্তাহের অধিক সময় অতিবাহিত হয়ে গেলেও দুই বিধায়কের শপথ নিয়ে রাজভবন-রাজ্য টানাপোড়েনে দুই বিধায়কের শপথগ্রহণ পর্ব ঝুলে আছে । দলীয় দুই বিধায়কের রাজভবনে গিয়ে শপথ না নেওয়ার যুক্তি হিসাবে সরাসরি রাজ্যের সাংবিধানিক প্রধানের ‘চরিত্র’ নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । মুখ্যমন্ত্রীর যুক্তি,’রাজভবনে যা চলছে মেয়েরা শপথ নিতে যেতে ভয় পাচ্ছে, মেয়েরা অভিযোগ করছে আমার কাছে খবর আছে ।’ তিনি বলেন,’আমার বিধায়করা জেতার পর একমাস ধরে বসে রয়েছে । মানুষ ওদের নির্বাচিত করেছেন অথচ শপথ নিতে দিচ্ছে না। শপথ নিতে না দেওয়ার অধিকার কি ওর (রাজ্যপাল) আছে ?’
উল্লেখ্য,লোকসভা ভোটের আগে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ তোলেন । তা নিয়ে তোলপাড় চলে রাজ্য রাজনীতি । এই ঘটনায় রাজভবনের কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠায় কলকাতা পুলিশ । রাজভবন থেকে একটা সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে আনা হয় । ভোটের আবহে বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করে তৃণমূল । অবশ্য পরে একটা খবর রটে যে অভিযোগকারিনী মহিলার পরিবারের সঙ্গে রাজ্যের শাসকদলের যোগসূত্র রয়েছে । এই বিতর্কের পর দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে রাজ্যপাল ও শাসকদলের সংঘাত শুরু হয়েছে ।।