এইদিন ওয়েবডেস্ক,রোম,২২ অক্টোবর : ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন দক্ষিণপন্থী ‘ব্রাদার্স অব ইতালি’ দলের নেতা জর্জিয়া মেলোনি । শুক্রবার (২১ অক্টোবর ২০২২) তিনি রাষ্ট্রপতি সার্জিও ম্যাটারেলার সাথে সাক্ষাতের পর ঘোষণা করেছিলেন যে তিনিই দেশের নতুন সরকার গঠনের মিশন হাতে নিয়েছেন । শনিবার আনুষ্ঠানিক ভাবে শপথ নেবেন মেলোনি ।
গত ২৫ সেপ্টেম্বরের প্রারম্ভিক নির্বাচনে দেশের বৃহত্তম দল হিসাবে নির্বাচিত হয়েছে জর্জিয়া মেলোনির দল । কিন্তু সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় অন্য দলের সমর্থন নিতে হচ্ছে । মেলোনির দল সিলভিও বারলুসকোনির ফোরজা ইতালিয়া এবং মাত্তেও সালভিনির অতি ডান লীগ সহ বেশ কয়েকটি দলের সাথে একটি জোট গঠন করেছে । ইতিমধ্যে অভিবাসন আইন কঠোর করার এবং অভিবাসীদের জন্য ইতালির সীমান্ত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন মেলোনি ।
কিন্তু দেশের বেহাল অর্থনীতির পাশাপাশি তাঁকে অন্য এক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে । কারন মিসেস মেলোনির মন্ত্রিসভায় উপস্থিত থাকবেন দেশের অভ্যন্তরীণ মন্ত্রী মাত্তেও সালভিনি এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন প্রেসিডেন্ট আন্তোনিও তাজানি । আর এই দু’জনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমর্থক । ফলে এই বিষয়ে জর্জিয়া মেলোনিকে বেশ কিছুটা চাপে থাকতে হতে পারে বলে মনে করা হচ্ছে । এখন রাশিয়াকে কেন্দ্র করে ঘরে-বাইরের চাপ তিনি কিভাবে সামলান সেটাই লক্ষণীয় ।।