এইদিন স্পোর্টস নিউজ,০৬ অক্টোবর : ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও আর্সেনাল। শনিবার রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-০ গোলে জিতেছে লিভারপুল। ঘরের মাঠে সাউদ্যাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল । নিজেদের দুর্গে ফুলহামের বিরুদ্ধে সিটির জয় ৩-২ গোলে। লিগের চলতি মৌসুমে এটা লিভারপুলের ষষ্ঠ, সিটি ও আর্সেনালের পঞ্চম জয়।
শেলহার্স্ট পার্কে নয় মিনিটে লিভারপুলের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ডিয়েগো জোতা। গোলটির উৎস কোডি গাকপো। কিন্তু অল রেডদের জয়োৎসব মাটি হয়ে গেছে অ্যালিসন বেকারের কারণে। ম্যাচের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছেড়ে যান ব্রাজিলিয়ান গোলরক্ষক। পরে লিভারপুলের জার্সিতে অভিষেক হয় চেক গোলরক্ষক ভিটেজলাভ জারোসের।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে পিছিয়ে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ২৬ মিনিটে ফুলহামকে এগিয়ে দেন আন্দ্রেস পেরেরা। এক গোলের জবাবে তিনটি দিয়েছে সিটি। ৩২ মিনিটে পেপ গার্দিওলার দলকে সমতায় ফেরান মাতেও কোভাসিচ।
দ্বিতীয়ার্ধের শুরুতে তার দ্বিতীয় গোলে লিড নেয় সিটি। ৮২ মিনিটে স্কোর লাইন ৩-১ করেন জেরোমি ডকু। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকল ম্যানচেস্টার সিটি। সবশেষ নিজেদের মাঠে সিটি হেরেছিল ২০২২ সালের নভেম্বরে।
পিছিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনালও। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের চারটি গোলই হয়েছে বিরতির পর। ৫৫ মিনিটে সাউদ্যাম্পটনকে এগিয়ে দেন আর্চার। এরপর তিন গোল করে আর্সেনাল। সবকটি গোলেই জড়িয়ে থাকল বুকায়ো সাকার নাম। কাই হাভার্টজ ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে দিয়ে গোল করানোর পর ৮৮ মিনিটে সাকা নিজেই খুঁজে নেন জালের ঠিকানা।
এই জয়ে দুর্দান্ত একটা মাইলফলক ছুঁয়েছে আর্সেনাল। দ্বিতীয় দল হিসেবে ইংলিশ লিগে ৪০০তম জয়ের নজির গড়েছে উত্তর লন্ডনের ক্লাবটি। প্রথমবার এই কীর্তি গড়েছি ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সময়ের পরিক্রমায় সেই দলটি এক যুগেরও বেশি সময় ধরে ধুঁকছে। ইউনাইটেড এই মৌসুমে নেমে গেছে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে!
সাত ম্যাচে ১৮ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্নে স্লটের লিভারপুল। তাদের পেছনে আছে সিটি ও আর্সেনাল। দুটি দলেরই সংগ্রহ সমান ১৭ পয়েন্ট। তবে গোলগড়ে এগিয়ে থাকায় সিটির অবস্থান দুইয়ে। আর্সেনাল থাকল তিন নম্বরে। চার ও পাঁচে থাকা চেলসি ও অ্যাস্টন ভিলার অর্জন সমান ১৩ পয়েন্ট। দুটি দলই অবশ্য এক ম্যাচ কম খেলেছে।।