এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ আগস্ট : শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ছেড়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ গুলাম নবী আজাদ । সোনিয়া গান্ধীকে পাঠানো তাঁর পদত্যাগ পত্রে রাহুল গান্ধীকে তীব্র নিশানা করেছেন । অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে একটি অনভিজ্ঞ চক্র দিয়ে দল পরিচালনার অভিযোগ তোলার পাশাপাশি সরকারী অধ্যাদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় সোনিয়া তনয়ের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আজাদ । তিনি বলেছেন,’প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যে অধ্যাদেশ পাস হয়েছিল তা ছিঁড়ে ভারত সরকারের মর্যাদাকে কলঙ্কিত করেছিলেন রাহুল ।’ অধ্যাদেশ ছেঁড়ার ঘটনাকে তিনি ‘শিশুসুলভ আচরণ’ হিসাবে বর্ণনা করেন এবং ২০১৪ সালের নির্বাচনে উত্তরপ্রদেশে দল ধরাশায়ী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে দাবি করেন আজাদ ।
এদিকে কংগ্রেস থেকে পদত্যাগের পর থেকেই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল । তবে তাতে জল ঢেলে দিয়ে গুলাম নবী আজাদ জানিয়েছেন,তিনি জম্মু ও কাশ্মীরে একটি নতুন দল গঠন করবেন । তাঁর পদত্যাগের পাশাপাশি জম্মু ও কাশ্মীরে আরও ৫ পাঁচ কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক দলত্যাগ করেছেন । তাঁরা হলেন জিএম সারোরি, হাজি আবদুল রশিদ, মোহাম্মদ আমিন ভাট, গুলজার আহমেদ ওয়ানি এবং চৌধুরী মোহাম্মদ আকরাম । এছাড়া প্রাক্তন মন্ত্রী আরএস চিব, প্রাক্তন মন্ত্রী যুগল কিশোর শর্মা এবং সাধারণ সম্পাদক অশ্বনী হান্ডাও পদত্যাগ করেছেন বলে খবর । এদিকে কয়েক মাসের মধ্যেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে । এই পরিস্থিতিতে এত বড় মাপের ভাঙনে চরম বিপাকে পড়ে গেছে ভারতীয় জাতীয় কংগ্রেস ।।