এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৮ মে : নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার জন্য বিরোধী দলগুলির নিন্দা করেছেন গণতান্ত্রিক প্রগতিশীল আজাদ পার্টির প্রধান গুলাম নবী আজাদ । গুলাম নবী আজাদ বলেন,’আমি দিল্লিতে থাকলে অবশ্যই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতাম। আমি এই সিদ্ধান্তকে সম্পূর্ণ স্বাগত জানাই। উদ্বোধন অনুষ্ঠান বয়কট না করে বিরোধী দলের উচিত ছিল সরকারকে অভিনন্দন জানানো। তারা যা করতে পারেনি, তা এই সরকার করেছে । আমি বিরোধীদের এটি বয়কটের কঠোর বিরুদ্ধে ।’ বিরোধীদের বয়কটের সিদ্ধান্তটিকে ‘অত্যন্ত প্রয়োজনীয়’ বলে অভিহিত করে তিনি বলেছেন যে সংসদ বিষয়ক মন্ত্রী থাকাকালীন তিনিও একটি নতুন সংসদ ভবনের নির্মানের পক্ষে ছিলেন ।
তিনি বলেন,’আজ থেকে ২৩ বছর আগে,আমরাও এই স্বপ্ন দেখেছিলাম । আমি তখন সংসদ বিষয়ক মন্ত্রী। আমি শিবরাজ পাটিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সাথে এই বিষয়ে আলোচনা করেছি । আমরা একটি মানচিত্রও তৈরি করেছিলাম, কিন্তু কাজটি করা যায়নি। সুতরাং,এখন যদি নতুন সংসদ ভবন তৈরি করা হয়,সেটা একটা বড় এবং খুব ভাল উদ্যোগ ।’
নতুন সংসদ ভবনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আজাদ বলেন,’এমপির সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং পুরানো সংসদ ভবন তার জন্য যথেষ্ট নয় বলে এই সিদ্ধান্তের খুব প্রয়োজন ছিল । রেকর্ড সময়ে নির্মাণ কাজ শেষ করার জন্য সরকারকেও অভিনন্দন জানাই । সাধারণ সংসদ ভবন এত দ্রুত নির্মান করা কঠিন ।’
তিনি বয়কটকারী বিজেপি বিরোধী দলগুলিকে নিশানা করে বলেন,’বিরোধীরা অপ্রাসঙ্গিক বিষয় উত্থাপন করছে। অনেক জেনুইন ইস্যু আছে, কিন্তু বিরোধীরা সেসবের দিকে নজর দিচ্ছে না । পরিবর্তে বিরোধীদের উচিত এমন বিষয়গুলি উত্থাপন করা যা আসলে জনগণকে প্রভাবিত করে। পার্লামেন্টকে উদ্বোধন করেন তা জনগণের কাছে কিছু যায় আসে না ।’ বিজেপির রাষ্ট্রপতি পদ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন না করা নিয়েও বিরোধীদের এক হাত নিয়েছেন গুলাম নবী আজাদ । তিনি বলেন, ‘বিরোধীদের যদি তাঁর প্রতি(দ্রৌপদী মুর্মু) এতই শ্রদ্ধা থাকে তবে তারা কেন তার বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন?’

