প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ নভেম্বর : রাস্তায় ঘুরে ঘুরে ঘুগনি বিক্রী করে পরিবারের সবার মুখের অন্ন যোগাড় করা বাংলার এক কন্যা এবার ভারতের হয়ে লড়বে ক্রিকেটের ময়দানে। পূর্ব বর্ধমানের ভাতারের অষ্টাদশী ওই কন্যার নাম শ্রীলেখা রায় । অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটের চ্যালেঞ্জার ট্রফিতে ভারতীয় (এ )দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে শ্রীলেখা। সেই খেলায় এখন নিজের ক্রীড়া দক্ষতা প্রমাণ করার জন্য সে উদগ্রীব হয়ে রয়েছে। গ্রামের মেয়ে শ্রীলেখা ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবে জেনে উচ্ছাসে ভাসছেন ভাতারবাসী ।
কিশোরী শ্রীলেখা রায়ের বাড়ি ভাতারের বড়বেলুন গ্রামে। দরিদ্র পরিবারের কন্যা শ্রীলেখার ক্রিকেট খেলার প্রতি আগ্রহ তৈরি হয় ছোট বয়স থেকেই । বছর আটেক আগে তাঁর বাবা মারা যাওয়ার পর শ্রীলেখার ক্রিকেটার হওয়ার স্বপ্ন অধরা হয়ে যেতে বসে । কিন্তু হাল ছাড়ে নি শ্রীলেখা । রাস্তায় ঘুরে ঘুরে ঘুগনি বিক্রি করে পরিবারের সবার মুখের অন্ন জোগাড়ের দায়িত্ব নিজের কাঁধে নিতে হলেও সে ক্রিকেটের অনুশীলন বন্ধ করে নি ।
ভাতারের অগ্রগামী ক্রিকেট অ্যাকাডেমিতে
ভর্তি হয়ে শ্রীলেখা ২০১৫ সাল থেকে ক্রিকেট খেলা শুরু করেন।অগ্রগামী ক্রিকেট এ্যকাডেমির প্রশিক্ষক অনির্বাণ হাজরা, নীলকন্ঠ পাঁজা ও রাহুল আলমের কাছেই সে ক্রিকেটের প্রশিক্ষণ নেওয়া চালিয়ে যায় ।
প্রথম জেলাস্তরের ক্রিকেট প্রতিযোগীতায় ফিল্ডিং করার সুযোগ পায় শ্রীলেখা। সময় গড়ানোর সাথে সাথে শ্রীলেখার প্রতিভা অগ্রগামী ক্রিকেট অ্যাকাডেমির প্রশিক্ষকদের মন কাড়ে । শ্রীলেখা উন্নত জায়গায় প্রশিক্ষণ পেলে সে যে বাংলা তথা দেশের মুখ উজ্জল করবে তা তারা তাঁর মাকে জানায় প্রশিক্ষকরা ।এরপর শ্রীলেখা কয়েক মাস দুর্গাপুরে প্রশিক্ষণ নিয়ে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয়। সেখানে সে নিজের প্রতিভাকে তুলে ধরে । একের পর এক সফলতাও পায় ।
শ্রীলেখা জানান, প্রথমে তিনি সি এ বি লীগের হয়ে মিজোরামে ২০১৭ – ২০১৮ বর্ষে অনূর্ধ্ব ১৯ বাংলার হয়ে খেলার সুযোগ পান। গত সেপ্টেম্বর মাসে অনূর্ধ্ব ১৯ বাংলার হয়ে পাঁচটি এক দিনের ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। একটি ম্যাচে ৩০ বলে ২১ রান করে নট আউট থাকার পাশাপাশি ৬ ওভার বল করে একটি মেডেন ওভার সহ মাত্র ৯ রান দিয়ে ২টি উইকেট সংগ্রহ করেন। এমন পারফরমেন্স করার পরেই নির্বাচকদের নজর কাড়েন বলে শ্রীলেখা জানিয়েছেন। এদিন শ্রীলেখা জনতে পারেন অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট চ্যালেঞ্জার ট্রফিতে ভারতের (এ) হয়ে তাঁর নাম নির্বাচিত হয়েছে। গ্রামের মেয়ে শ্রীলেখা ভারতীয় দলের হয়ে ক্রিকেটর ময়দান কাঁপাবে জেনে এদিন উচ্ছাসে ফেটে পড়ে বড়বেলুন গ্রামের বাসিন্দারা । শ্রীলেখা বলেন, আগামীতে ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপন তাঁর রয়েছে ।
শ্রীলেখার মা রেখা রায় এদিন বলেন, ‘দারিদ্রতার সঙ্গে লড়াই করে তাঁদের দিন গুজরান হয় ।মেয়েকে নিয়ে কলকাতায় অন্যের একচিলতে ঘরে থাকার সময় তিনি পরিচারিকার কাজ অন্নের সংস্থান করেছেন।’রেখাদেবী জানান ,মনের জেদ আর দীর্ঘ লড়াই সংগ্রাম চালিয়ে শ্রীলেখা আজ অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটের ভারতের (এ) দলের হয়ে চ্যালেঞ্জার ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে । মেয়ের জন্য গর্বিত বোধ করছেন বলে জানান শ্রীলেখার মা রেখাদেবী।তিনি আরও বলেন, ‘শ্রীলেখাকে তিনি ভারতের জার্সিতে ক্রিকেটের ময়দানে দেখতে চান।’।