এইদিন ওয়েবডেস্ক,গাজিয়াবাদ,২০ জানুয়ারী : রুটি বানানোর সময় থুতু ছেটানোর অভিযোগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হোটেলের একজন রাঁধুনিকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম তাসারউদ্দিন । গাজিয়াবাদের টিলা মোড় থানার পাসোন্ডা এলাকার মদিনা হোটেলের ওই রাঁধুনির এহেন কুকীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তন্দুরি রুটি তৈরির পর উনানে দেওয়ার আগে রুটিতে তাকে থুতু দিতে দেখা গেছে ভিডিওতে । ওই মুসলিম ব্যক্তির এই প্রকার কট্টরপন্থী মানসিকতায় হতভম্ব এলাকার সকল মানুষ ৷ যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পর ষাটোর্ধ তাসারউদ্দিনকে বৃহস্পতিবার পাকড়াও করেছে পুলিশ । তার গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন সাহিবাদের এসিপি পুনম মিশ্র । তিনি জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে ।
জানা গেছে,পুলিশ ধৃতের বিরুদ্ধে ১৮৮, ২৬৯,২৭০ প্রভৃতি একাধিক ধারায় মামলা রজু করেছে । এই অপরাধের জন্য ধৃতের ২ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা পর্যন্ত হতে পারে । তবে মুসলিম রাঁধুনিদের এই প্রকার কট্টরপন্থী মানসিকতা এর আগেও প্রকাশ্যে এসেছিল উত্তরপ্রদেশ থেকে । ওপি ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, গত বছর ডিসেম্বরে গাজিয়াবাদের মিরাটের মাওনা এলাকার রয়্যাল হোটেলের শোয়েব নামের এক রাঁধুনিকে রুটিতে থুতু দিতে দেখা গিয়েছিল । মিরাটের একটি বিয়ের অনুষ্ঠানে একজন রাঁধুনিকে রুটিতে থুতু দেওয়ার দৃশ্য নিজের মোবাইলে ক্যামেরা বন্দি করেছিল বিয়েতে নিমন্ত্রিত এক কিশোর । তারপর বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক শোড়গোল পড়ে যায় ।।