এইদিন ওয়েবডেস্ক,ইস্তাম্বুল,০৭ ফেব্রুয়ারী : তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে । সোমবার ভোরের ভূমিকম্পের পর এখনো ধ্বংসস্তুপের মধ্যে প্রচুর মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এমনই একটি বহুতল ভবনের ধ্বংসস্তুপের মধ্যে ১২ ঘন্টার অধিক সময় চাপা পড়ে থেকেও বরাত জোরে প্রাণে বেঁচে গেছেন ঘানার ফুটবলার ৩১ বর্ষীয় ক্রিশ্চিয়ান আতসু । তুরস্কের হাতায় প্রদেশের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাকে জীবিত উদ্ধার করেছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা দল । আতসুর অল্পবিস্তর আঘাত লেগেছে । মঙ্গলবার তুর্কির ক্লাব হাতস্পোরের ম্যানেজার মোস্তফা ওজাত তুর্কি রেডিওকে এই তথ্য জানিয়েছেন ।
তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভূমিকম্পে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে ৷ প্রায় ১১,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে । বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৫,০০০ কর্মী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে । ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু এবং তার ক্রীড়া পরিচালক তানের সাওয়াত ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছিলেন । এদিন তাদের উদ্ধার করা হয় ।
ঘানার হয়ে ৬৫ টি ম্যাচ খেলেছেন ক্রিশ্চিয়ান আতসু । তিনি ২০১৪ বিশ্বকাপ এবং চারটি আফ্রিকা কাপ অফ নেশনস টুর্নামেন্টে ব্ল্যাক স্টারদের প্রতিনিধিত্ব করেছেন । বর্তমানে ঘানার খেলোয়াড়রা তুর্কি সুপার লিগ দল হাতায়স্পোর, হাতায়ের ফ্ল্যাগশিপ ক্লাবের সাথে খেলেন । আতসু তার ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইংল্যান্ডে কাটিয়েছেন । পরে তিনি এভারটন, বোর্নমাউথ এবং নিউক্যাসল ইউনাইটেড এফসি সহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছিলেন ৷ তিনি শেষবার ২০১৯ সালে ঘানার হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেননি ।।