এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ মার্চ : বোনের বাড়িতে নিমন্ত্রন ছিল । সেই নিমন্ত্রন রক্ষা করার পর ছেলের টোটোয় চড়ে বাড়ি ফিরছিলেন বছর ৪৫ এর এক প্রৌঢ়া । কিন্তু মাঝ রাস্তায় টোটো থেকে নামাই কাল হল তাঁর । টোটো থেকে নামার পর পায়ে হেঁটে রেলের লেভেল ক্রসিং পারাপারের সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল ওই প্রৌঢ়ার । দুর্ঘটনাটি ঘটেছে মালদার রথবাড়ি এলাকায় । মৃতার নাম সোহাগী বিবি । তাঁর বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার কাজিগ্রাম অঞ্চলের চন্ডিপুর গ্রামে । রেলপুলিশ দেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।
সোহাগী বিবির বাড়িতে রয়েছেন স্বামী সারিফ শেখ, তিন ছেলে ও এক মেয়ে । জানা গেছে, সোহাগী বিবির বোনের বাড়ি পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী এলাকায় । মঙ্গলবার বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল । সেখানে নিমন্ত্রন রক্ষা করতে গিয়েছিলেন সোহাগী বিবি । পরের দিন সকালে ছেলে ওয়াসিম শেখের টোটোয় চড়ে তিনি বাড়ি ফিরছিলেন । কিন্তু মালদার রথবাড়ির কাছে আসতেই ছেলের টোটো থেকে নেমে যান ওই মহিলা । তারপর তিনি পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ।
স্থানীয় সুত্রে খবর, রথবাড়ি এলাকায় রয়েছে রেলের লেভেল ক্রসিং । ওই মহিলা যখন পায়ে হেঁটে লেভেল ক্রসিং পারাপার করছিলেন ঠিক সেই সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি এসে পড়ে । তারপর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার । পরে রেলপুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায় । মহিলা অন্যমনস্ক থাকায় ট্রেনটি তাঁর নজরেই পড়েনি । তার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ।
ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দেহটি পরিবারের হাতে তুলে দেয় রেলপুলিশ । তারপর গ্রামে এনে দেহটির সৎকার করা হয় । মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।