এইদিন ওয়েবডেস্ক,বার্লিন,২৫ নভেম্বর : জার্মানিতে সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসবাদের সমর্থনে কোনও কার্যকলাপের উপর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এরপরেই বৃহস্পতিবার সকাল থেকে হামাস সদস্য এবং অনুসারীদের ঠিকানায় ব্যাপক তল্লাশি অভিযান চালালো জার্মান পুলিশ । ইসরায়েলের উপর হামাসের ৭ অক্টোবর হামলার পর বার্লিনে উদযাপন করেছিল ফিলিস্তিনি সংগঠন সামিদাউন । আর তারপরেই জার্মান সরকার গত ২ নভেম্বর ওই সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করে ।
জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা পরিষেবার অনুমান যে দেশে হামাসের প্রায় ৪৫০ জন সদস্য রয়েছে । তাদের কার্যক্রম সহানুভূতি প্রকাশ এবং প্রচার কার্যক্রম থেকে শুরু করে বিদেশে সংগঠনকে শক্তিশালী করার জন্য অর্থায়ন এবং তহবিল সংগ্রহের কার্যক্রম পর্যন্ত বিস্তৃত ।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, ‘জার্মানিতে হামাস এবং সামিদউনকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা উগ্র ইসলামপন্থীদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক পদক্ষেপ অব্যাহত রাখছি । আমরা একটি স্পষ্ট সংকেত পাঠিয়েছি যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে হামাসের বর্বর সন্ত্রাসের কোনো প্রশংসা বা সমর্থন সহ্য করব না ।’।