এইদিন ওয়েবডেস্ক,বার্লিন,২৮ ডিসেম্বর : লুধিয়ানা আদালতে বিস্ফোরণে অভিযুক্ত জসবিন্দর সিং মুলতানিকে(Jaswinder Singh Multani) গ্রেফতার করল জার্মান পুলিশ । খালিস্তানপন্থী চরমপন্থী সংগঠন ‘শিখ ফর জাস্টিস'(SFJ)-এর শীর্ষ নেতা জার্মানিতে গিয়ে আত্মগোপন করেছিলেন । নরেন্দ্র মোদী সরকারের অনুরোধে অবশেষে জার্মান পুলিশ তাঁকে গ্রেফতার করে । তাঁকে ভারতে প্রত্যার্পনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ।
পুলিশ সুত্রে খবর,’শিখ ফর জাস্টিস’-এর প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিং পান্নুর(Gurpatwant Singh Pannu)-এর ঘনিষ্ঠ ছিলেন বছর পঁয়তাল্লিশের জসবিন্দর সিং মুলতানি । জড়িত ছিলেন বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে । পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নির্দেশ মত দিল্লি ও মুম্বাইয়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে জসবিন্দরের বিরুদ্ধে । তার বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে সীমান্তের ওপার থেকে পাঞ্জাবে অস্ত্র ও গোলাবারুদ পাচারের মত গুরুতর অভিযোগও উঠেছে ।
ভারতে কৃষক আন্দোলনের সময়ে কৃষক নেতা বলভীর সিং রাজেওয়ালকে হত্যা করে দেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্রও করেছিল জসবিন্দর । এই কাজে নিয়োগ করা হয়েছিল জীবন সিং নামে এক ব্যক্তিকে । কিন্তু গোয়েন্দা সংস্থা জসবিন্দরের এই পরিকল্পনা আগাম জানতে পেরে যায় । শেষে দিল্লি পুলিশ জীবন সিংকে গ্রেফতার করে জসবিন্দর সিং মুলতানির ষড়যন্ত্র ভেস্তে দেয় ।
জানা গেছে,গত ২৩ ডিসেম্বর লুধিয়ানা আদালতে বিস্ফোরণে জসবিন্দর সিং মুলতানিরই হাত ছিল বলে জানতে পেরেছে পাঞ্জাব পুলিশ । বিস্ফোরণে একজনের মৃত্যু হয় । আহত হন ৬ জন । হামলাকারীরা আদালতে একটি বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে সর্বোচ্চ ক্ষয়ক্ষতি করতে চেয়েছিল । কিন্তু হামলাকারী যখন বোমাটি সক্রিয় করছিল ঠিক তখনই এতে বিস্ফোরণ হয় । ফলে বড় মাপের ক্ষয়ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়া যায় । তারপর থেকে জসবিন্দরের সন্ধান শুরু করে পুলিশ । অবশেষে ভারত সরকারের অনুরোধে জার্মান পুলিশ তাঁকে গ্রেফতার করে ।।