এইদিন স্পোর্টস নিউজ,২২ সেপ্টেম্বর : নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে চলতি মৌসুমে স্বপ্নের ফর্মে আছে বায়ার্ন মিউনিখ। জয়রথ ছুটেই চলছে বাভারিয়ান ক্লাবটির। বিস্ময়কর হচ্ছে সাম্প্রতিককালে আতিমানবীয় পারফর্ম দেখাচ্ছেন দলটির খেলোয়াড়রা । সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে ২০ গোল করেছেন তারা!বায়ার্ন মিউনিখের সবশেষ জয়টি এসেছে শনিবার রাতে; জার্মান বুন্দেসলিগায়। ওয়েডার ব্রেমেনকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কোম্পানির দল। লিগের চলতি মৌসুমে একমাত্র দল হিসেবে চার ম্যাচের সবকটিতেই জিতল প্রাক্তন চ্যাম্পিয়নরা। এবারের জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
বায়ার্ন মিউনিখের বড় জয়ের নায়ক মাইকেল অলিস। দলের চারটি গোলেই জড়িয়ে থাকল তার নাম। অলিস নিজে করেছেন দুই গোল; সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। এ ছাড়া স্কোরার শিটে নাম লেখান জামাল মুসিয়ালা, সার্জি জিন্যাব্রি ও হ্যারি কেন। শেষজন আবার লিগে গড়েছেন নতুন ইতিহাস।জার্মান লিগে ইংল্যান্ডের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন কেন। বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬ ম্যাচে ৪১ গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার। কেন ভেঙেছেন জাতীয় দলের সতীর্থ ও বরুসিয়া ডর্টমুন্ডের প্রাক্তন ফুটবলার জ্যাডন স্যানচোর ৪০ গোলের রেকর্ড।
কেন শুধু নিজে গোল করেননি, দলের প্রথম ও শেষ গোলটিরও উৎস ছিলেন। আগের দুই ম্যাচে সাত গোল করা ইংলিশ স্ট্রাইকার এদিন একবারই জালের নাগাল পেয়েছেন। মৌসুমের শুরু থেকেই বায়ার্ন মিউনিখের গোল উৎসবে অবদান রেখে আসছেন তিনি। বিশেষ করে টানা তিন দুর্দান্ত পারফর্ম করেছেন কেন।
এসব ম্যাচে মোট কুড়িটি গোল করেছে বায়ার্ন মিউনিখ। যেখানে আটটিই কেনের গোল। ক’দিন আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ডায়নামো জাগরেবের বিরুদ্ধে বায়ার্ন জিতেছে ৯-২ গোলে। ওই ম্যাচে কেন একাই করেন চার গোল। গত সপ্তাহে হলস্টেইনের বিপক্ষেও হ্যাটট্রিক করেন তিনি। সেই ম্যাচে বায়ার্ন জেতে ৬-১ গোলে।।