জার্মান ফুটবলার রবার্ট বাউয়ার(Robert Bauer) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে বাংলাদেশের মিডিয়ার খবর । বাউয়ার বর্তমানে সৌদি প্রফেশনাল লিগের ক্লাব আল তাইয়ের হয়ে খেলছেন। গত জুলাই মাসে আল তাইয়ের ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর সৌদি আরবে যান বাউয়ার। তার সাথে তার স্ত্রী ও চার সন্তানও ছিল। প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে আসার পর বাউয়ারের পরিবারের মধ্যে ইসলামের প্রভাব লক্ষ্য করেন তিনি । তার স্ত্রী ইসলাম গ্রহণ করেন। বাউয়ারও ইসলামের প্রতি আকৃষ্ট হন।
বলা হয়েছে যে বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে বাউয়ার তার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা করেছেন । ছবিতে তাকে নামাজ পড়তেও দেখা গেছে বলে জানানো হয়েছে ।
ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে যে বাউয়ার লিখেছেন,’আমি আনন্দের সঙ্গে বলছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার এই যাত্রায় অবদান আমার স্ত্রী ও পরিবারের। অনেক ভেবেচিন্তে- সজ্ঞানে আমি এই সিদ্ধান্ত নিয়েছি । জীবনের নতুন এই যাত্রায় আমাকে এবং আমার পরিবারকে সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ।’ জার্মান নাগরিক বাউয়ারের স্ত্রীর নাম লারোস (Laroush)। তাদের তিন মেয়ে ও এক ছেলে ৷ বাউয়ারের ফুটবল ক্যারিয়ারের যাত্রা শুরু হয় জার্মান ক্লাব ইঙ্গলস্টাডের হয়ে। সৌদির ক্লাবে খেলার আগে রবার্ট বাউয়ার নুরেমবার্গ ও লেভারকুসেনের মতো শীর্ষ স্তরের ক্লাবের হয়ে খেলেন। তিনি ২০১৬ সালে অলিম্পিকজয়ী জার্মান দলের সদস্য ছিলেন ।।