এইদিন ওয়েবডেস্ক,বার্লিন,১৪ নভেম্বর : একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে রোহিত শর্মাদের শুভকামনা জানালেন জার্মানি ফুটবল তারকা থমাস মুলার (Thomas Muller)। গ্রুপ পর্বের ৯ ম্যাচে কার্যত একতরফা ম্যাচ জেতার পর টিম ভারতের লক্ষ্য ফাইনাল ম্যাচ । সেমিফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফাইনালের টিকিট কাটার মিশনে আগামীকাল দুপুর ২টা নাগাদ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল ।
এবারের বিশ্বকাপে দলের একটি জার্সি মুলারকে উপহার হিসেবে পাঠিয়েছে টিম ইন্ডিয়া। মূলত খেলাধুলার সরঞ্জামাদি তৈরি করা জনপ্রিয় প্রতিষ্ঠান অ্যাডিডাসের মাধ্যমে বিশ্বকাপ জয়ী ফুটবলারের কাছে এই উপহার পাঠিয়েছে ভারত। ভারতীয় দলের জার্সি স্পন্সর অ্যাডিডাস। মুলারের ক্লাব বায়ার্ন মিউনিখের অফিসিয়াল স্পন্সরও এই প্রতিষ্ঠানটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন মুলার। সেখানে দেখা যাচ্ছে, হাসিমুখে ভারতীয় দলের পাঠানো উপহার বক্স খুলছেন তিনি। বক্সে তার নামে একটি ভারতীয় দলের জার্সি ছিল। যেটা তুলে সবাইকে দেখান মুলার । ২৫ নম্বর জার্সির পিছনে লেখা ‘মুলার’ । জার্সিটি পরার মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি ।
জার্সি উপহার পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে থমাস মুলার বলেন,’টিম ইন্ডিয়াকে জার্সিটির জন্য অনেক ধন্যবাদ। বিশ্বকাপে তোমাদের জন্য শুভকামনা রইল। এই উপহার আমাকে আনন্দ দিয়েছে ।’ সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এর নিজের অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে মুলার লিখেছেন, ‘দেখুন এটি । আমিও কোহলি হয়ে গেছি । ক্রিকেট বিশ্বক্সপের জন্য শুভকামনা ।’।