এইদিন ওয়েবডেস্ক, ঢাকা,২৩ নভেম্বর : বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় নৈশকালীন ভ্রমনে বেড়িয়েছিলেন জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি । কিন্তু তিনি অন্ধকারে দেখতে না পেয়ে খোলা ম্যানহোলে পড়ে যান । তাঁর ডান পায়ে গুরুতর আঘাত লাগে । হাসপাতালে ভর্তি করতে হয় ওই জার্মান কূটনীতিককে । হাসপাতাল থেকে টুইট করে বাংলাদেশের উন্নয়ন নিয়ে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘ঢাকাকে আমি পছন্দ করি। তবে আমি জানতাম, এখানে যত সতর্কই থাকি না কেন, পথ চলতে গিয়ে কোনো এক রাতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যাব। দ্রুত সুস্থতার জন্য আমার মঙ্গল কামনা করুন যাতে আমি বাংলাদেশ ঢাকাইন হুইলচেয়ার অন্বেষণে ফিরে যেতে পারি ।’
এর উত্তরে ঢাকার মেয়র আতিকুল ইসলাম টুইট করেন,’আপনি শুনলে খুশি হবেন যে আমরা ওটাকে ঢেকে দিয়েছি । আপনার দ্রুত আরোগ্য কামনা করছি !’ মেয়রের ওই টুইট রিটুইট করে জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি তাঁকে কটাক্ষ করে লিখেছেন, ‘সমালোচকদের জবাব দিতে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঢাকায় বিস্ময়কর কাজ করেছেন । বিষয়টিতে যে একজন কূটনীতিক জড়িত ছিল এটা জনসমক্ষে প্রচার হওয়া দরকার । চালিয়ে যান মেয়র মশাই ।’ জানা গেছে, ওই ম্যানহোলটি রয়েছে ঢাকার গুলশানের ৮০ নম্বর সড়কে নরডিক ক্লাবের পাশে । সন্ধ্যার পর অনেক বিদেশি ওই রাস্তায় হাঁটতে বের হন । আর হাঁটতে বেড়িয়েই দূর্ঘটনার কবলে পড়েছিলেন জার্মানির রাষ্ট্রদূত ।।