এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৭ ডিসেম্বর : বিচারকের সহায়তায় জেল থেকে পালালেন “সমকামী-ধর্ষক” তালিবানের গভর্নর মৌলবি হুমায়ুন । তিনি আফগানিস্তানের পাঞ্জশিরের ওনাবায় তালিবানের মনোনীত জেলা গভর্নর ছিলেন । ওই তালিবান নেতার বিরুদ্ধে সমকামী যৌনতা, ধর্ষণ, চাঁদাবাজি এবং অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল । প্রায় দেড় মাস আগে তালেবান কর্মকর্তাদের বৈঠকের সময় ওনাবার বাসিন্দারা অভিযোগ জমা দেওয়ার পরে হুমায়ুনকে তালিবান গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে । তারপর থেকে পাঞ্জশিরের কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেই ওই গুনধর তালিবান নেতা । কিন্তু সোমবার এক বিচারক হুমায়ুনকে কারাগার থেকে বের করে নিয়ে যান এবং তারপর তাকে অজানা স্থানে পালাতে সাহায্য করেন ।
জানা গেছে, মৌলবি হুমায়ুনের বিরুদ্ধে অন্য তালিবান সদস্যের সাথে সমকামী যৌন সম্পর্ক স্থাপনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল । কিন্তু তালিবানরা নিজেদের মর্যাদা রক্ষা করার জন্য তার বিরুদ্ধে বেআইনি অস্ত্রের ব্যবসার অভিযোগ এনেছিল । শুধু সমকামী যৌন সম্পর্কই নয়, শতাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে মৌলবি হুমায়ুনের বিরুদ্ধে । হুমায়ুনের যৌন নিপিড়নে অতিষ্ট হয়ে শেষে ওনাবা জেলার শতাধিক বাসিন্দা তার বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য হয় । এদিকে লাগাতার অভিযোগের কারনে মৌলবি হুমায়ুনকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় । কিন্তু এখন সে এক বিচারকের সহায়তায় পালিয়ে যাওয়ায় তালিবানের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ ।।