প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৩ ডিসেম্বর : পাঞ্জাবের জলন্ধর শহরে আয়োজিত জাতীয় যোগা মিট এ রিদিমিক যোগা বিভাগে প্রথম স্থান অর্জন করে স্বর্ন পদক পেয়েছে বর্ধমান পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতমী দাস । সম্প্রতি সে বাড়ি ফিরেছে । আজ শনিবার বর্ধমান শহরের আনন্দপল্লী কালীতলায় আয়োজিত একটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মাননা জানাল বর্ধমান সহযোদ্ধা নামে একটা সংস্থা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি ফাল্গুনি দাস রজক,সদস্য বৃতি মল্লিক, দেবনাথ মুখার্জি, শেখ রতন, ১০ নম্বর ওয়াের্ডর কাউন্সিলর ছন্দা দাস প্রমুখ । তারা গৌতমী দাসকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান । পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয় গোলাপ চারা,মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী । জানা গেছে,যোগা মিট এ রিদিমিক যোগা বিভাগে প্রথম স্থান দখল করায় আগামী জানুয়ারী মাসে খেলো ইন্ডিয়াতে অংশগ্রহণের সুযোগ পাবে গৌতমী দাস ।
বর্ধমান শহরের বাসিন্দা গৌতমী দাস প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে নেওয়া বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী । হতদরিদ্র পরিবারের একমাত্র সন্তান সে । ছোট থেকেই ভারতীয় যোগ অভ্যাসের দিকে ঝোঁক ছিল গৌতমীর । পারিবারিক অভাব সত্ত্বেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিমধ্যে বহু পুরষ্কার জিতেছে সে । সম্প্রতি পাঞ্জাবের জলন্ধর শহরে আয়োজিত জাতীয় যোগা মিট এ রিদিমিক যোগায় অংশগ্রহণ করেছিল গৌতমী । অসাধারণ দক্ষতায় ছিনিয়ে নেয় স্বর্ণ পদক ।
গৌতমীর মা গীতাদেবী বলেন খুব ছোট থেকে যোগাভ্যাসের প্রতি অসম্ভব ঝোঁক ছিল গৌতমীর । অসম্ভব জেদ আমার মেয়ের । আর সেই জেদের জোরেই সে পারিবারিক অভাব সত্ত্বেও সে একটার পর একটা প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে । মা হিসাবে মেয়ের এই সাফল্যে আমি গর্বিত ।’
জানা গেছে,আসন্ন খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় সাফল্য পেতে আন্তর্জাতিক যোগ প্রশিক্ষক সৌমেন দাস,হুগলি ত্রিবেনীর স্বপ্না পালের কাছে প্রশিক্ষণ নিচ্ছে গৌতমী । এছাড়া তার পাশে দাঁড়িয়েছে ‘বর্ধমান সহযোদ্ধা’ নামে ওই সংগঠনটিও । গৌতমী বলেছে,’বর্ধমানের সম্মানের জন্য খেলো ইন্ডিয়াতে আমি কিছু করে দেখাতে চাই ।’
গীতাদেবী বলেন,’আমি চাই আমাদের মেয়ে আন্তর্জাতিক স্তরে সাফল্য পেয়ে দেশের মুখ উজ্জ্বল করুক ।’ পাশাপাশি তিনি আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বর্ধমান শহরের সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন ।।