এইদিন ওয়েবডেস্ক,১৫ জুন : বিজেপির বহিষ্কৃত সর্বভারতীয় মুখপাত্র নূপূর শর্মার সমর্থনে ট্যুইট করলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর । আর তার পালটা প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। দিন তিনেক আগে একটি ট্যুইট করে গম্ভীর লিখেছেন, ‘ক্ষমাপ্রার্থী একজন নারীর বিরুদ্ধে দেশব্যাপী ঘৃণা ও মৃত্যুর হুমকির মর্মান্তিক প্রদর্শনে তথাকথিত ‘ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের’ নীরবতা নিশ্চয়ই বধির ! আসুন অসহিষ্ণুতা সহ্য করুন ।’
অন্যদিকে সমসাময়িক প্রায় প্রতিটি বিষয়ে মুখ খোলা স্বরা ভাস্কর এক্ষেত্রেও যথারীতি মন্তব্য করেছেন । তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে গৌতম গম্ভীরের টুইটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন এবং লিখেছেন,’তারা বুলডোজারের শব্দ শুনতে পাচ্ছেন না কিন্তু ।’ যদিও স্বরার টুইটের বিষয়ে গৌতম গম্ভীরের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
প্রসঙ্গত,কথিত ধর্মনিন্দার জন্য বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে নূপুর শর্মাকে । সাসপেনশনের আগে ৩৭ বছর বয়সী আইনজীবী নূপুর শর্মা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ছিলেন । নূপুর দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন । তিনি ২০০৮ সালে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন । অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থী হিসাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছিলেন নূপুর ।।