এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০৫ সেপ্টেম্বর : গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক সুহাস যুথিরাজ (Suhas Yathiraj) টোকিও প্যারালিম্পিক্সে পুরুষদের একক ব্যাডমিন্টন ইভেন্ট এসএল-৪ এ রৌপ্য পদক জিতে ইতিহাস সৃষ্টি করলেন । তিনি ফাইনালে ফরাসি খেলোয়াড় লুকাস মাজুরের কাছে ২-১ সেটে পরাজিত হন । ফলে রৌপ্য পদক নিয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হয় । তবে লড়াই হাড্ডাহাড্ডি হয় । শেষ পর্যন্ত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সুহাসকে ২১-১৫,১৭-২১ ও ১৫-২১ সেটে পরাজিত করেন ফরাসি খেলোয়াড় লুকাস ।
সুহাস যুথিরাজ রুপো জেতার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ট্যুইটারে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘সেবা ও খেলার মধ্যে অদ্ভুত সংমিশ্রণ । সুহাস যুথিরাজ তাঁর অসাধারণ পারফরম্যান্সে সমগ্র দেশবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন । ব্যাডমিন্টনে রুপো জেতার জন্য ওনাকে শুভেচ্ছা । সুহাসের ভবিষ্যতের জন্য অসংখ্য শুভকামনা জানাই ।’
এদিকে রবিবার ব্যাডমিন্টনে দ্বিতীয় সোনা এল ভারতের । ব্যাডমিন্টনের এসএইচ-৬ বিভাগে সোনা জিতলেন কৃষ্ণ নগর । তিনি হংকংয়ের চু মান কাইকে ২১-১৭, ১৬-২১, ২১-১৭ সেটে পরাজিত করেন । টোকিয়ো প্যারালিম্পিক্সে একটি ম্যাচেও পরাজিত হননি কৃষ্ণ । শৈশব থেকেই তাঁর কিছু শারিরীক প্রতিবন্ধকতা রয়েছে । বয়সের তুলনায় কৃষ্ণ নগরের শরীরের বৃদ্ধি অনেক কম । তিনি সেই প্রতিকূলতা নিয়েই লড়াই করে বিশ্ব মঞ্চে নজর কাড়লেন ।
উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ট্যুইটারে কৃষ্ণ নগরকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘টোকিও প্যারালিম্পিকে পুরুষদের ব্যাডমিন্টন একক ইভেন্টে স্বর্ণপদক জেতার জন্য কৃষ্ণ নগরকে আন্তরিক অভিনন্দন।আপনার অসাধারণ পারফরম্যান্স,আপনার প্রতিভা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা । ভবিষ্যতের সাফল্যের জন্য আমার শুভ কামনা !
টোকিও প্যারালিম্পিক্সে ভারতীয় প্রতিযোগীরা এযাবৎ ১৯ টি পদক জিতেছেন । যার মধ্যে ৫ টি স্বর্ণ,৮ টি রৌপ্য ও ৬ টি ব্রোঞ্জ পদক রয়েছে। পদক তালিকায় ভারত বর্তমানে ২৭ তম স্থানে রয়েছে ।।