এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ জানুয়ারী : অ্যামাজনের জেফ বেজোসকে সরিয়ে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি । শুক্রবার জেফ বেজোস বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন,তবে তার একদিন পরেই ওই স্থান দখল করে নিয়েছেন গৌতম আদানি । বৃহস্পতিবারের ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, গৌতম আদানির শেয়ারের দরপতনের কারণে তার মোট সম্পদ ১১৮ বিলিয়ন ডলারে নেমে এসেছিল, যেখানে অ্যামাজনের জেফ বেজোসের মোট সম্পদ ৫.২৩ বিলিয়ন ডলার বেড়েছিল ৷ তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভারতীয় টাইকুন গৌতম আদানির সম্পদ বেড়ে ১১৯ বিলিয়ন ডলারে এসে পৌঁছে গেছে । আর এই পরিসংখ্যানের সাথেই আদানি গ্রুপের চেয়ারম্যান ধনী তালিকায় তৃতীয় স্থানে ফিরে এসেছেন । যেখানে বেজোস ১১৮ বিলিয়ন ডলার সম্পদের সাথে চতুর্থ স্থানে ফিরে এসেছেন । রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি শীর্ষ ১০বিলিয়নেয়ারদের তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছেন। মুকেশ আম্বানির মোট সম্পদ ৮৫.৭ বিলিয়ন ডলার ।
গৌতম আদানিই একমাত্র বিলিয়নিয়ার যিনি ২০২২ সালে তাঁর সম্পদ দ্রুত বাড়িয়েছিলেন । শুধু তাই নয়, তিনি ধনীদের ২ নম্বর আসনেও পৌঁছে গিয়েছিলেন । দ্বিতীয় বৃহত্তম পরিবর্তনটি দেখা গিয়েছিল যখন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট টেসলার সিইও ইলন মাস্কের কাছ থেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট ছিনিয়ে নিয়েছিলেন । ২০২১ সাল থেকে ইলন মাস্ক বিশ্বের এক নম্বর বিলিয়নেয়ার ছিলেন । সম্প্রতি সবচেয়ে বেশি অর্থ হারানোর জন্য গিনেস বুক অফ রেকর্ডসে তাঁর নাম উঠেছে ।।