এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৪ এপ্রিল : বিশ্বের কিংবদন্তি ধনকুবের এবং বিনিয়োগকারী ওয়ারেন বাফেটকে (Warren Buffett) পিছনে ফেলে দিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান ৫৯ বছরের গৌতম আদানি । ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারদের (Forbes Real Time Billionaires) তালিকা অনুযায়ী আদানি এখন বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি । বর্তমানে আদানি এন্ড ফ্যামিলির মোট সম্পদ বেড়ে ১২৩.২ বিলিয়ন ডলার হয়েছে । আদানি কোম্পানীর সম্পদের পরিমাণ দু’বছর আগে ছিল মাত্র ৮.৯ বিলিয়ন ডলার । অর্থাৎ ১৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে গৌতম আদানির কোম্পানির শেয়ার ।
তালিকার প্রথম স্থানে রয়েছেন ইলন মাস্ক (Elon Musk) । তাঁর সম্পদের পরিমান ২৬৯.৭ বিলিয়ন ডলার । আমাজনের জেফ বেজোস (Jeff Bezos) ১৭০.২ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন । তৃতীয় স্থানে বার্নার্ড আর্নল্ট অ্যান্ড ফ্যামিলি (Bernard Arnault & Family) । তাঁদের সম্পদের পরিমান ১৬৬.৮ বিলিয়ন ডলার । ১৩০.২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন মাইক্রোসফটের বিল গেটস । ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারদের টপ টেন তালিকায় অষ্টম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি । তাঁর সম্পদের পরিমান ১০৪.২ বিলিয়ন ডলার ।।