শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৬ সেপ্টেম্বর : গুজরাটের সুরাটে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের এক যুবকের । মৃতের নাম নবাব শেখ(২২) । তার বাড়ি মন্তেশ্বর থানার তেঁতুলিয়া গ্রামে । তিনি গুজরাটের সুরাটের একটি সোনার গহনার দোকানে কারিগরের কাজ করতেন । বুধবার দুপুরে সেখানেই এই দুর্ঘটনাটি ঘটে । আজ দুপুরে ফোনে মর্মান্তিক এই ঘটনার কথা শোনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।
জানা গেছে,তেতুলিয়া গ্রামের বাসিন্দা নবাব শেখের মাস কয়েক আগে বিয়ে হয়েছিল । বাড়িতে রয়েছেন স্ত্রী, বাবা নবী শেখ, মা ও এক বোন । সুরাটে পরিযায়ী শ্রমিকের কাজ করে মূলত সেই উপার্জনেই সংসার চালাতেন ওই যুবক । মৃতের বাবা নবী শেখ বলেন,’আরও কয়েকজনের সঙ্গে একটা ঘর ভাড়া নিয়ে থাকত । নিজেরাই পালা করে রান্নাবান্না করে খেতো । বুধবার(২৫ সেপ্টেম্বর ২০২৪) আমার ছেলের উপর রান্নার দায়িত্ব ছিল । দুপুর প্রায় ১২ টা নাগাদ রান্না করার সময় হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে আমার ছেলের প্রাণ কেড়ে নেয় ।’
জানা গেছে,গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের সাথে সাথেই গুরুতর অগ্নিদগ্ধ হয় নবাব শেখ । তাকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয় তার । এরপর যুবকের সঙ্গীরা দুপুর নাগাদ ফোন করে মৃত্যুর খবর জানায় । ময়নাতদন্তের পর বিমানে যুবকের মৃতদেহ রাজ্যে আনা হচ্ছে । আগামী কাল গ্রামের কবরস্থানে দেহ কবরস্থ করা হবে বলে বলে জানা গেছে । এদিকে পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যু হওয়ায় কার্যত পথে বসেছে পরিবারটি ।।