এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৩ এপ্রিল : উমেশ পাল হত্যা মামলার উত্তরপ্রদেশের গ্যাংস্টার তথা সমাজবাদী পার্টির (এসপি) নেতা আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদ ও তার সহকারী গোলাম এনকাউন্টারে নিহত হয়েছেন । উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি এনকাউন্টার পরিচালনা করেছিল উত্তরপ্রদেশের বিশেষ টাস্ক ফোর্স । সেই এনকাউন্টারে আসাদ এবং তার সহযোগী নিহত হয় বলে মিডিয়া রিপোর্টে জানা গেছে । নিহত আসাদের কাছ থেকে কিছু অত্যাধুনিক বিদেশী অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে এসটিএফ । প্রসঙ্গত,উমেশ পাল হত্যাকাণ্ডের পর পালিয়ে বেড়াচ্ছিল আসাদ আহমেদ ও তার সহকারী । পুলিশ আসাদের উপর ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ।
নিহত আসাদ তার পিসি আয়েশা নূরীর মেয়েকে বিয়ে করেছিল । গত বছর তাদের আনুষ্ঠানিকভাবে বাগদান হয় ।
২০০৬ সালের উমেশ পাল অপহরণ মামলায় সেখানকার একটি আদালত গত ২৮ মার্চ আতিক আহমেদ ও অন্য দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় । তারপর থেকেই জেলবন্দি আতিক । এদিকে বুধবার আতিক অভিযোগ করেন যে তাকে গুজরাটের সবরমতি কেন্দ্রীয় কারাগারে হয়রানি করা হচ্ছে। সরকার তাকে ও তার পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছে ।।