এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,১৬ এপ্রিল : অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে মৃত্যু হল গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed)ও তার ভাই আসরফ আহমেদের(Ashraf Ahmed) । শনিবার সন্ধ্যায় তাদের দু’জনকে ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়াগরাজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল । সেই সময় হামলার ঘটনাটি ঘটেছে ।
আতিক ও আসরফের হত্যার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের নিরাপত্তায় হাসপাতালে যাওয়ার সময় সাংবাদিকরা আতিককে কিছু প্রশ্ন করে । সেই প্রশ্নের উত্তর দেওয়ার মুহুর্তে আতিকের ডান দিকে নিরাপত্তারক্ষীর পিছন থেকে এক হামলাকারী চলে আসে । সে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে আতিকের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় । দুই ভাই নিচেতে পড়ে গেলে হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে তাদের কার্যত ঝাঁঝড়া করে দেয় । পরে পুলিশ মৃতদেহদুটি উদ্ধার করে হাসপাতালে আনে । তবে আতিক আহমেদ ও তার ভাইয়ের উপর কারা হামলা চালিয়েছিল তা স্পষ্ট নয় ।।