এইদিন ওয়েবডেস্ক,মেক্সিকো,০৭ অক্টোবর : মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় সান মিগুয়েল টোটোলাপান শহরের মূল সড়কপথ অবরুদ্ধ করে ১৯ জনকে গুলি করে খুন করল দুষ্কৃতীচক্র । নিহতদের মধ্যে শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাও রয়েছেন । মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমে ছোট শহর সিটি হলের বাসিন্দা মেন্ডোজা আলমেদার বাবাকে প্রথমে গুলি করে মারে দুষ্কৃতীরা । বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই হামলা চালায় বন্দুকধারীরা । নিহত মেয়রের বাবা হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাও ছিলেন প্রাক্তন মেয়র । নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশের কর্মকর্তা ও কাউন্সিলের কর্মীরাও রয়েছেন ।
মেয়রের রাজনৈতিক দল পিআরডি ‘কাপুরুষোচিত’ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে । এই হামলার পিছনে লস টেকুইলেরোস নামের একটি দুষ্কৃতীচক্র জড়িত আছে বলে মনে করা হচ্ছে । হামলার পর বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। জানা গেছে,হামলার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেন শহরে পৌঁছাতে না পারে সেজন্য সান মিগুয়েল টোটোলাপান শহর যে রাজ্যে অবস্থিত, সেখানকার মহাসড়ক বড় বড় যানবাহন দিয়ে কিছু সময় আটকে রাখা হয়েছিল ।।