এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৫ ডিসেম্বর : জলপাইগুড়ির ধূপগুড়িতে এক বিধবা আদিবাসী মহিলাকে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গনধর্ষণের অভিযোগ উঠল ৪ ব্যক্তির বিরুদ্ধে । বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার অন্তর্গত সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় । এই বিষয়ে নির্যাতিতা মহিলা ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার রাতে ৩ ধর্ষককে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম ভুট্টু শেখ,মজিফুল ইসলাম ও নুর আলম । আজ শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে প্রত্যেককে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় । চতুর্থ অভিযুক্ত পলাতক । পুলিশ তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ।
জানা গেছে,বছর পাঁচেক আগে মৃত্যু হয় নির্যাতিতা মহিলার স্বামীর । তারপর থেকে ১০ বছরের মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন তিনি । মহিলার অভিযোগ, বুধবার সন্ধ্যা প্রায় ৬ টা নাগাদ নাম ভুট্টু শেখ, মজিফুল ইসলাম ও নুর আলমসহ ৪ জন আচমকা তার বাড়িতে ঢুকে পড়ে । তারপর তাকে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িতে থেকে তুলে নিয়ে গিয়ে পাশের একটা ঝোপের মধ্যে নিয়ে যায় । সেখানেই চারজন মিলে তার উপর পাশবিক নির্যাতন চালায় । মহিলার আরও অভিযোগ যে বিষয়টি কোথাও প্রকাশ করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় ধর্ষকরা ।
জানা গেছে,মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে । তার আগেই চম্পট দেয় ধর্ষকরা । এরপর প্রতিবেশীদের সহায়তায় থানায় গিয়ে নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা । এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবলে উমেশ গণপত জানান, অভিযোগ দায়ের পর থেকে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল । তিন জনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে । বাকি একজনের খোঁজে তল্লাশি অভিযান চলছে । অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অখিল ভারতীয় আদিবাসী মুক্তি মোর্চার সদস্য জয় প্রফুল্ল লাকড়া ।।