এইদিন ওয়েবডেস্ক,তামিলনাড়ু,২৭ মে : তামিলনাড়ুর তিরুপুরের ওটাপালায়মের মুসলিমরা সম্প্রীতির নজির গড়লেন । স্থানীয় মসজিদ কমিটির দানের জমিতে নির্মিত হল গণেশ মন্দির । মন্দিরের কর্মকর্তারা পবিত্রকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুসলিমদের আমন্ত্রণ জানায় । ওটাপালায়মের আরএমজে রোজ গার্ডেন মুসলিম জামাত বিনামূল্যে মন্দির নির্মাণের জন্য প্রায় ৬ লাখ টাকা মূল্যের তিন সেন্ট জমি দিয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,ওটাপালায়মে প্রায় ৩০০ হিন্দু পরিবার বাস করে, তাদের উপাসনার জন্য কাছাকাছি কোনও মন্দির নেই। তারা মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জায়গা খুঁজে পাওয়া । তাদের স্বপ্ন বাস্তবে পরিনত হয় যখন ওটাপালয়ামের মুসলিম সম্প্রদায় এই সমস্যা নিরসনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় । মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে তিন সেন্ট বা ১৩০৬.৮ বর্গফুট জমি দান করা হয় ।
মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত মুসলিমদের গলায় মালা পরিয়ে স্বাগত জানানো হয় । আরএমজে রোজ গার্ডেনের এই অনুষ্ঠানে মুসলিম জামাত উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করেন। অনুষ্ঠানটি এলাকার সমস্ত শিশুদের জন্য একটি বড় উৎসব ছিল। শিশুরা তাদের থালায় করে ফল ও ফুল নিয়ে অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল । অনুষ্ঠানে যোগ দিতে চেন্দা বদি মেলারও আয়োজন করা হয়। উৎসর্গ অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।।