এইদিন ওয়েবডেস্ক,সুরাট(গুজরাট),১০ সেপ্টেম্বর : গুজরাটের সুরাটের সৈয়দপুরা এলাকার গণেশ পূজা প্যান্ডেলে পাথরবাজির ঘটনা ঘটেছে । গত রবিবার (৮ আগস্ট) রাতের এই ঘটনায় মোট ৩০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পুলিশ । তার মধ্যে ২ কিশোরসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের নামও জানিয়েছে পুলিশ। অনেক অভিযুক্তের অবৈধ নির্মাণের ওপর বুলডোজারের চালানো হয়েছে ।
পুলিশ জানিয়েছে,ধৃত দুই নাবালক ছাড়া বাকিদের নাম হল : আশরাফ আবদুল সালমান আনসারী(৩২), সৈয়দ আসিফ মেহবুব(৩৪),চৌহান আলতাফ(২৬), ইশতিয়াক মুস্তাক আনসারী(৩৫),আরিফ আব্দুল রহিম (৪৩),শেখ তালহা মাজদারুল হক (৩৫),ইলিয়াস গুলামুন শাইখ(৫৮),মোহাম্মদ হুসেন(৪০), আনাস আমির(২৪), মোহাম্মদ শাকিল মোহাম্মদ ইউসুফ(৩৪), আরিফ মাহির(৩৪),শেখ ইমামুল ইসমাইল(৩২), সৈয়দ ফাহিমুদ্দিন(৪২), সাজিদ শেখ আবদুল (৪৭), আবানজি হাসান(২৬), তাইয়া বানি মুস্তাফা(৩৩), ইমরান আলী মোহাম্মদ(৩৫), ইরফান সুলেমান(৩৭), কাজী উসেরা (২২), মোহাম্মদ ওয়াসি সৈয়দ(৩৪), মোহাম্মদ আয়ান (২২),মহিউদ্দিন ঘানসি(২২), সোহেব সাহিল (২২), শাহ ফিরোজ মুখতার(২৫), আব্দুল করিম রশিদ(২১) এবং শেখ জুনায়েদ শেখ ওহাব(৩৯) ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,রবিবার গনেশ চতুর্থীর দিন গভীর রাতে সুরাটের সৈয়দপুরা এলাকায় একটি অনুষ্ঠান চলাকালীন ব্যাপক পাথরবাজি করে ৪ জন প্রাপ্তবয়স্ক এবং ২ জন নাবালক । অভিযুক্তরা একটি টেম্পোতে চড়ে এসেছিল । পাথর ছোড়ার পর তারা পালানোর চেষ্টা করলেও আয়োজকরা সবাইকে ধরে পুলিশের হাতে তুলে দেয় । এরপর অভিযুক্তের পরিবার ও তাদের এলাকার দুই শতাধিক মানুষ থানায় পৌঁছায়। এসময় উভয় পক্ষের মধ্যে পাথর ছোড়া শুরু হয়। পরিস্থিতির অবনতি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। ১০ টিরও বেশি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয় । রাত আড়াইটার দিকে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি এবং স্থানীয় বিজেপি বিধায়ক কান্তি বালার ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিবেদন অনুযায়ী,রাত প্রায় ১টার দিকে সৈয়দপুরা পুলিশ চৌকির পাশের সড়ক থেকে আবারও পাথর ছোড়া শুরু হয়। গভীর রাতে বিক্ষোভ আরও সহিংস হয়ে ওঠে। জনতা সৈয়দপুরা থানা ঘেরাও করে। এ সময় উভয় ধর্মের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। উত্তেজিত জনতা এলাকায় তোলপাড় সৃষ্টি করে এবং যানবাহন ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। পাথর ছুড়ে আহত হয়েছেন ডিসিপি বিজয় গুর্জার সহ ১০ জনেরও বেশি পুলিশকর্মী। আশেপাশের ভবন থেকেও পাথর ছোড়া হয়। গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।।সুরাটের পুলিশ কমিশনার অনুপম গেহলট বিষয়টি নিয়ে সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন,কিছু তরুন গণেশ প্যান্ডেলে পাথর ছুঁড়েছে। এর পর সংঘর্ষ হয়। পুলিশ সঙ্গে সঙ্গে ওই তরুনদের সেখান থেকে সরিয়ে দেয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে লাঠিচার্জ করা হয় এবং কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। শান্তি বিঘ্নিতকারী সকল আসামীকে গ্রেফতার করা হচ্ছে। এলাকায় প্রায় এক হাজার পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন তিনি ।।