এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ ডিসেম্বর : একশ দিনের প্রকল্প থেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর নাম আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হল । বৃহস্পতিবার লোকসভায় পাস হয়ে গেল ‘বিকশিত ভারত – কর্মসংস্থান গ্যারান্টি এবং জীবিকা মিশন (গ্রামীণ) বা ভিবি-জি রাম জি বিল ৷ কংগ্রেসের দেওয়া এই প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম বা এনআরইজিএ । কংগ্রেস সহ বিরোধী বিরোধী দলগুলির গান্ধির নাম সরানোর তীব্র বিরোধিতা করে । মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান কর্তৃক ‘বিকশিত ভারত – কর্মসংস্থান গ্যারান্টি এবং জীবিকা মিশন (গ্রামীণ) (ভিবি-জি রাম জি) বিল, ২০২৫’,উত্থাপন করা হয় । যা ২০ বছরের পুরনো এমজিএনরেগার পরিবর্তে প্রতি বছর ১২৫ দিনের জন্য গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করবে। বিলের উপর বিতর্কের জবাব দেওয়ার পর আজ জি রাম জি বিলটি পাস হয়। বিরোধীদের বিক্ষোভের মধ্যে স্পিকার ওম বিড়লা ঘোষণা করেন, “লোকসভা ভিবি-জি রাম জি বিলটি পাস করা হল ।”
বিরোধী সদস্যরা বিলের কপি ছিঁড়ে বিল থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করেন। বিলটি স্থায়ী কমিটিতে পাঠানোর বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করে স্পিকার ওম বিড়লা ঘোষণা করেন, “দীর্ঘ বিতর্কের পর বিলটি লোকসভায় পাস হয়েছে।” বিরোধীদের তীব্র হট্টগোলের পর, স্পিকার ওম বিড়লা আগামীকাল পর্যন্ত লোকসভা মুলতবি ঘোষণা করেন। শুক্রবার শীতকালীন অধিবেশনের শেষ দিন।।
