এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১১ নভেম্বর : আউশগ্রাম থেকে বাঁকুড়ার জঙ্গলে গজরাজের দলটিকে ফেরত পাঠাতে কার্যত হিমসিম অবস্থা বনকর্মীদের। বৃহস্পতিবার রাত পর্যন্ত হাতির দলটিকে আউশগ্রাম এলাকা থেকে সরানো সম্ভব হয়নি। তবে সারারাত ধরেই বনদফতর চেষ্টা চালিয়ে যাবে। হাতির দলের পিছনে লেগে রয়েছে একাধিক হুলাপার্টির দল।
বাঁকুড়ার জঙ্গল থেকে ৪৮ টি হাতির একটি দল শিল্ল্যাঘাট এলাকায় দামোদর নথ পেড়িয়ে চলে আসে। বৃহস্পতিবার ভোরেই গলসি এলাকায় ঢুকে পড়ে। সাতটি বাচ্চাকে নিয়ে হাতির দলটি দাপিয়ে বেড়ায় এলাকা। দলে রয়েছে ৮ – ৯ টি দাঁতাল। তারা মহিলা ও বাচ্চা হাতিদের গাইড করে গলসি এলাকা থেকে আউশগ্রামের সরগ্রাম, দিগনগর হয়ে বিল্বগ্রাম এলাকায় চলে আসে। এদিন সকাল সাড়ে দশটার মধ্যেই ভাতার আউশগ্রাম সীমান্তের কাছাকাছি নওয়াদা গ্রামের মাঠে ঢুকে পড়ে। রেললাইনের ধারে মাঠে চড়ে বেড়াতে থাকে। তাদের এই যাত্রাপথে ধানজমির কার্যত দফারফা করে দেয় হাতির দল।
বনদফতর বিকেল থেকেই আপ্রাণ চেষ্টা চালাতে থাকে তাদের ওই একইপথে ফেরত পাঠাতে। দেখা যায় রাত আটটার মধ্যে নওয়াদা থেকে ভোতা গ্রাম হয়ে দিগনগর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়। কিন্তু দিগনগর এলাকায় যাওয়ার পর ফের মুড বদলে যায়। হাতির দলটি দিগনগর থেকে ফের ভোতার দিকে ঘুরে আসার চেষ্টা চালায়। হুলাপার্টিরাও তাদের পিছনে নাগারে লেগে থাকে। যাতে রাতের মধ্যেই দামোদর পার করিয়ে বাঁকুড়ায় ফেরত পাঠানো যায়। আপাতত রাত ধরে চলছে টানাপোড়েন ।।