এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ ডিসেম্বর : ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মহাকাশে পাড়ি জমাবে ভারতের বহু প্রতীক্ষিত প্রথম মনুষ্যবাহী মহাকাশ যান “গগনযান-১” । এর আগে ২০২০ সালের ডিসেম্বরে গগনযান-১ উৎক্ষেপণের কথা ছিল । কিন্তু কোভিড মহামারীর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে দেয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) । ইসরো এবং ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি (DFRL) এর সিনিয়র বিজ্ঞানীরা জানিয়েছেন,তার আগে ২০২৩ সালের মধ্যে পরীক্ষাগুলো শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।
ডিএফআরএল-ডিআরডিও দ্বারা আয়োজিত বিভিন্ন ভূখণ্ডে সৈন্যদের প্রতিরক্ষার জন্য ভবিষ্যৎ কৌশল সম্পর্কিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে আসা ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারের (HSFC) ডিরেক্টর ডঃ আর উমামাহেশ্বরন বলেন, ‘আমরা মিশনকে সফল করার জন্য সম্পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ শুরু করেছি । এর জন্য ধারাবাহিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে ।’।