এইদিন ওয়েবডেস্ক,রামপুর(উত্তরপ্রদেশ),২৯ জুন : নাগমা খাতুন থেকে গুড়িয়া রাণী হওয়া এক তরুনী ও তার স্বামীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মাসওয়াসি এলাকায় । তরুনী মাসওয়াসি নগর পঞ্চায়েতের মুসলিম সভাপতি এবং একজন কাউন্সিলরের স্বামীর কাছ থেকে তার প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়েছেন । তরুনী পুলিশ সুপারের কাছে একটি চিঠি পাঠিয়ে অভিযোগ করেছে যে তার বাবা মোহাম্মদ ইরশাদ, নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ আহমেদ মুল্লা এবং আহমেদ মুল্লার দুই ছেলে মোহাম্মদ আজম, মোহাম্মদ ইসলাম, কাউন্সিলরের স্বামী মাহফুজ আলম সহ অনেকের কাছ থেকে তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন । যে কোন সময় তারা তাকে মেরে ফেলতে পারে । এদিকে তরুনীর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। পুলিশ বলছে, শিগগিরই এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
মাসওয়াসি এলাকার বাসিন্দা নাগমা খাতুন নামে এক তরুনী সম্প্রতি ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে । মুম্বাইয়ের একটি সনাতন সংস্থার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন । তিনি বলেছেন যে শুরু থেকেই হিন্দু ধর্মের প্রতি তার অনুরাগ ছিল। তিনি নাগমা খাতুন থেকে তার নাম পরিবর্তন করে গুড়িয়া রানী করেন । বিয়ে করেন দেবেন্দ্র কুমার নামে এক হিন্দু যুবককে । দেবেন্দ্র মৌ আদালতের স্টেনোগ্রাফারের কাজ । এদিকে নাগমা ধর্মান্তরিত হওয়ার পর থেকেই হুমকি পেতে শুরু করেন । শেষে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন ।।